কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলার পর তেহরানের পরিস্থিতি কী

ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোদ ইজাদি। সংবাদ সংস্থা আলজাজিরাকে তিনি বলেন, শহর এখন ‘খুব শান্ত’। তেহরানে এখন ভোর ৪টা। আমরা বাইরে কিছু ঘটছে বা কোনও কার্যকলাপ বা কোলাহল দেখতে পাচ্ছি না।

আলজাজিরাকে তিনি বলেন, তেহরানে অন্য সব দিনের মতোই স্বাভাবিকভাবে সকাল শুরু হচ্ছে। মানুষের মধ্যে কোনো ভীতির লক্ষণ নেই এবং রাতে কোনো হামলা হয়েছে তার কোনো চিহ্ন নেই।

তেহরান বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে শহরটি স্বাভাবিকভাবেই জেগে উঠেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। তিনি বলেন, যদি আমাদের এখানে কোনো আক্রমণ হয়ে থাকে, আমি মনে করি সেগুলো এতটা বড় ছিল না।

এর আগে শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে।

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন। রাজধানী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার শেয়ার করা একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের ওপর দিয়ে অ্যান্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরণ হয়েছে। আর এ কারণেই দেখা গেছে আলোর ঝলকানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের পূর্ণ নিয়ন্ত্রণে এখন সিরিয়া সীমান্ত

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

ইরানকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১২ ঘণ্টা পর শাবিপ্রবি উপাচার্য মুক্ত 

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেষ মুহূর্তে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির আরও এক প্রার্থী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১০

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

১১

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

১২

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

১৩

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

১৪

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

১৬

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

১৭

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

১৮

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

১৯

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

২০
X