কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মিলিয়ন ডলারের বিনিময়ে জিম্মিদের ফেরাতে চান নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছেন। তার প্রচেষ্টার অংশ হিসেবে জিম্মিদের মুক্তির জন্য হামাসের প্রতি এ আর্থিক প্রস্তাব এসেছে।

এ ছাড়াও, বন্দিদের মুক্তি দানকারী হামাস সদস্য ও তাদের পরিবারকে গাজা থেকে বের হতে ‘নিরাপদ পথ’ প্রদানের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতানিয়াহু। গত রাতে একটি নিরাপত্তা পরামর্শ বৈঠকে তিনি এই নির্দেশনা জারি করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবরে সংঘর্ষের সময় হামাস ২৪০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করেছিল। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং কয়েকজন সেনাসদস্যও আছেন। হামাসের সাথে চলমান সংলাপ এবং বিনিময় চুক্তির মাধ্যমে কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে, তবে বেশ কয়েকজন এখনো জিম্মি অবস্থায় রয়ে গেছেন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগ নিয়ে গত মাসেও জনসমক্ষে আলোচনা করেছিলেন, তবে এখনও এই প্রচেষ্টায় কোনো কার্যকর অগ্রগতি লক্ষ্য করা যায়নি। গাজার পরিস্থিতি অব্যাহতভাবে অবনতির দিকে যাচ্ছে এবং বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সেখানে মানবিক সংকট লাঘবের জন্য তৎপরতা বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আক্রমণের ফলে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৪ জনে। গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া সত্ত্বেও ইসরায়েলের আক্রমণ অব্যাহত আছে, যা গাজার মানবিক সংকটকে আরো জটিল করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ 

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

সিনেমা বানিয়ে তাক লাগাতে চান জয়

জাতীয় দলেও নেই, ক্লাবেও নেই—গারনাচোর ভবিষ্যৎ অন্ধকার

বৈরী আবহাওয়াও আটকাতে পারেনি তাদের

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি

বাড়ল আকরিক লোহার দাম 

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

কাঁচা মাছ চিবিয়ে খান তিনি

১০

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

১১

পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

১২

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

১৩

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

১৪

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত 

১৫

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

১৬

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

১৭

ভবদহের চার দশকের দুঃখের অবসান হতে যাচ্ছে

১৮

এইচএসসি পাসেই এনজিওতে চাকরির সুযোগ

১৯

সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া

২০
X