কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্কবার্তা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতদের উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতদের উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) ইসরায়েলি বাহিনী এ বার্তা প্রচার করছে। এর মানে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী আবারও বৈরুতে তাণ্ডব চালাতে যাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সর্বশেষ উচ্ছেদ আদেশে দক্ষিণ বৈরুতের হারেত হরিক এবং হাদাথ এলাকার এলাকার বাসিন্দাদের বিশেষ তাগাদা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই বলেছেন, তাদের বাহিনী ওই অঞ্চলগুলোর ভবনগুলো চিহ্নিত করেছে। সামরিক বাহিনী অদূর ভবিষ্যতে সেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

তিনি আরও বলেন, ‘আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য অবশ্যই এই ভবনগুলো এবং আশপাশের জায়গাগুলো অবিলম্বে খালি করতে হবে।’ নয়তো আসন্ন ভয়াবহ পরিণামের বিষয়ে তিনি বাসিন্দাদের সতর্ক করেন। সাধারণত ইসরায়েলি বাহিনী আক্রমণের খুব অল্প সময় আগে এই ধরনের সতর্ক বার্তা দেয়।

সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটির নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে, দক্ষিণ লেবাননের নতুন এলাকা ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়তে যাচ্ছে। এরই মধ্যে বৈরুতে হামলার সতর্কবার্তা এলো।

তথ্য মতে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের যে সূচনা করেছে তাতে যোগ দিয়েছে ৩৬তম ডিভিশন। হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে অগ্রসর হয়েছে তারা। ৩৬তম ডিভিশন একটি সাঁজোয়া ডিভিশন এবং এটি ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তম।

ডিভিশনের সংযুক্ত আছে গোলানি ব্রিগেড, প্যারাট্রুপারস ব্রিগেড এবং ১৮৮তম সাঁজোয়া ব্রিগেডসহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতোমধ্যে দক্ষিণ লেবাননে নতুন অপারেশনে জড়িত।

এদিকে দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলি বাহিনী প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। দক্ষিণ লেবাননে দ্বিতীয় ধাপের স্থল অভিযানের অংশ হিসেবে দেশটির আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে সেনারা। এ সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। ভয়ংকর সম্মুখযুদ্ধে নিহত হয় ছয় দখলদার সেনা।

স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আরও অভ্যন্তরের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে এমন প্রতিরোধের মুখে তাদের কমই পড়তে হয়েছে। তবে এতে তারা থামবেন না। সীমান্তের ওপারের গ্রামগুলোতে দ্বিতীয় ধাপের অভিযান চলছে। তারা দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না তিন দিনের রিমান্ডে

ফিক্সিংকাণ্ডে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, কী বলছে শাকিব খানের দল

জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাংপানিতে বিজিবির কড়া নজরদারি, আরও ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বিএনপির ফরম ক্রয়ের রসিদ জমা দিল খুলনা

বিএনপি নেতা আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের

নানা আলোচনায় শেষ হলো এইচএসসি পরীক্ষা, ব্যবহারিক কবে

১০

অক্টোবরে এশিয়ার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

১১

নিখোঁজের একদিন পর মাদার ভ্যাসেলের সুপারভাইজার উদ্ধার

১২

সাবেক মন্ত্রী শাহাবের জমিসহ ব্যাংক হিসাব ফ্রিজ

১৩

মাইলস্টোন ট্রাজেডি  / প্রাণ হারানো শিক্ষকরা চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

১৪

টিকিট কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

১৫

গার্ডিয়ান লাইফের সিইওকে লিগ্যাল নোটিশ

১৬

‘মানবতা বাদ দিলে মানুষ মানুষই থাকে না’

১৭

চবিতে বহুল প্রত্যাশিত ই-কার চালু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১৮

ভারত-পাকিস্তান ম্যাচের প্রশ্নে সুর্যকুমার-আগারকারের অস্বস্তি

১৯

‎সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা অনুমোদনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

২০
X