কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে তার শপথগ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সোমবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে।

গত বছরের ৭ অক্টোবর দখলকৃত ফিলিস্তিনি ভূ-খণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। এসময় ১২০৮ জনকে হত্যা এবং দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এসব জিম্মিদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনো হামাসের হাতে বন্দি আছে ১শ’রও বেশি ইসরায়েলি। হামাসের দাবি, ফিলিস্তিনি ভূ-খণ্ড জবরদখলকারীদের বিরুদ্ধেই এই হামলা চালায় তারা।

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে গাজার নিরিহ মানুষের ওপর বোমা ফেলে যাচ্ছে তারা। ইসরায়েলের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু।

গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। সংঘাতে জড়িয়ে পড়ে পার্শবর্তী লেবাননসহ অঞ্চলে প্রভাব বিস্তারকারী ইসলামী গোষ্ঠীগুলো। এমনকি ইসরায়েল-ইরানের মধ্যে ইতিহাসে প্রথমবার পরষ্পরের ভূখন্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যজুড়ে বৃহৎ সংঘাতের সূচনা হওয়ার আশঙ্কা তৈরি হয়।

ডোনাল্ড ট্রম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই গাজায় সংঘাত বন্ধ করবেন বলে মন্তব্য করে আসছিলেন। তিনি চাইছেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে।

সূত্র : জেরুজালেম পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে যে তথ্য দিলেন ধর্ম উপদেষ্টা

রাজশাহীতে পুকুর পাড় থেকে বিদেশি পিস্তল উদ্ধার

সাভারে বিশ্বাস বিল্ডার্সের জমি দখলচেষ্টার অভিযোগ

বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শিরোপা নির্ধারণ হবে যেভাবে

যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার

বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে ভারত

মিসরে উন্মুক্ত হলো বিশ্বের বৃহত্তম জাদুঘর, কী আছে এতে

মরুভূমিতে ঐতিহ্যবাহী উটের মেলা, আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ

১০

জাতীয় সংসদ নির্বাচনের পর ইজতেমা : ধর্ম উপদেষ্টা

১১

অক্টোবর মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের

১২

শিশুর বুদ্ধি দেখে অবাক নেটিজেনরা

১৩

সুদানের সংঘর্ষে কেন জড়াচ্ছে আরব আমিরাতের নাম?

১৪

মারা গেলেন ইরফান পাঠান-আম্বাতি রাইডুদের সাবেক সতীর্থ

১৫

দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

১৬

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার

১৭

ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

১৮

আপিল বিভাগের শুনানি পর্যবেক্ষণে নেপালের প্রধান বিচারপতি

১৯

ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

২০
X