কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দামেস্কের দ্বারপ্রান্তে সিরিয়ার বিদ্রোহীরা, প্রেসিডেন্ট আসাদ কোথায়?

দেশটির রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
দেশটির রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যখন বিদ্রোহী গোষ্ঠীরা দামেস্কের দিকে এগিয়ে আসছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী এখনও প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। তবে বিদ্রোহীরা দাবি করেছে, তারা রাজধানী দামেস্কের বিভিন্ন শহরতলি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এমন একসময়ে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে।

তবে প্রেসিডেন্টের কার্যালয় এই গুঞ্জনগুলো অস্বীকার করে জানায়, কিছু বিদেশি গণমাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্কেই আছেন এবং তিনি জাতীয় ও সাংবিধানিক কাজ নিয়ে ব্যস্ত।

শনিবার (০৭ ডিসেম্বর) প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু ভুয়া খবর ছড়ানো হচ্ছে, যা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট দামেস্কে আছেন এবং তার কাজ নিয়মিতভাবে পরিচালনা করছেন। তবে সঠিকভাবে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, কারণ তিনি কয়েক দিন ধরে জনসমক্ষে আসেননি। খবর সিএনএন।

এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি দাবি করেছেন, যোদ্ধারা দামেস্ক ও হোমসের কাছাকাছি পৌঁছেছেন এবং শিগগিরই আসাদ সরকারের পতন ঘটবে।

তিনি আরও জানান, হোমস শহরে প্রবেশ করে তাদের যোদ্ধারা শহরের কেন্দ্রে হাজার হাজার মানুষকে উদযাপন করতে দেখেছে, যাদের দাবি প্রেসিডেন্ট আসাদের পতন।

বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে সিরিয়ার সেনাবাহিনী পিছু হটছে এবং দামেস্কের আশপাশে আতঙ্ক ছড়িয়েছে, দাবি করেছে স্থানীয় সূত্রগুলো। এর আগে বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীরা আকস্মিক হামলা চালিয়ে আসাদের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে।

তারও আগে, ২৭ নভেম্বর থেকে হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীরা সরকারের ওপর আক্রমণ শুরু করে এবং সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর, সরকারি বাহিনী মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটতে বাধ্য হয়।

এভাবে সিরিয়ার পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে এবং প্রেসিডেন্ট আসাদ কোথায় আছেন, সে নিয়ে চলমান গুঞ্জনও দেশের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

পদাবনতি দিয়ে বদলি হলেন সেই কৃষি কর্মকর্তা

১০

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১১

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

১২

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

১৩

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

১৪

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

১৫

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

১৬

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

১৭

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

১৮

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

১৯

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

২০
X