কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দামেস্কের দ্বারপ্রান্তে সিরিয়ার বিদ্রোহীরা, প্রেসিডেন্ট আসাদ কোথায়?

দেশটির রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
দেশটির রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যখন বিদ্রোহী গোষ্ঠীরা দামেস্কের দিকে এগিয়ে আসছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী এখনও প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। তবে বিদ্রোহীরা দাবি করেছে, তারা রাজধানী দামেস্কের বিভিন্ন শহরতলি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এমন একসময়ে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে।

তবে প্রেসিডেন্টের কার্যালয় এই গুঞ্জনগুলো অস্বীকার করে জানায়, কিছু বিদেশি গণমাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্কেই আছেন এবং তিনি জাতীয় ও সাংবিধানিক কাজ নিয়ে ব্যস্ত।

শনিবার (০৭ ডিসেম্বর) প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু ভুয়া খবর ছড়ানো হচ্ছে, যা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট দামেস্কে আছেন এবং তার কাজ নিয়মিতভাবে পরিচালনা করছেন। তবে সঠিকভাবে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, কারণ তিনি কয়েক দিন ধরে জনসমক্ষে আসেননি। খবর সিএনএন।

এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি দাবি করেছেন, যোদ্ধারা দামেস্ক ও হোমসের কাছাকাছি পৌঁছেছেন এবং শিগগিরই আসাদ সরকারের পতন ঘটবে।

তিনি আরও জানান, হোমস শহরে প্রবেশ করে তাদের যোদ্ধারা শহরের কেন্দ্রে হাজার হাজার মানুষকে উদযাপন করতে দেখেছে, যাদের দাবি প্রেসিডেন্ট আসাদের পতন।

বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে সিরিয়ার সেনাবাহিনী পিছু হটছে এবং দামেস্কের আশপাশে আতঙ্ক ছড়িয়েছে, দাবি করেছে স্থানীয় সূত্রগুলো। এর আগে বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীরা আকস্মিক হামলা চালিয়ে আসাদের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে।

তারও আগে, ২৭ নভেম্বর থেকে হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীরা সরকারের ওপর আক্রমণ শুরু করে এবং সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর, সরকারি বাহিনী মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটতে বাধ্য হয়।

এভাবে সিরিয়ার পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে এবং প্রেসিডেন্ট আসাদ কোথায় আছেন, সে নিয়ে চলমান গুঞ্জনও দেশের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্রোতের মধ্যে জীবন বাজি রেখে বাঁধ রক্ষা, মহাবিপর্যয় এড়াল বিজিবি

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংকের ম্যানেজার

কেন দীপিকাকে দেখেই বদলে গেল রণবীরের মুখ

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

ক্যারম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১০

বিসিবি নির্বাচনের ফল ঘোষণা কখন, যা জানা গেল

১১

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১২

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : তাজুল ইসলাম

১৩

গ্রি ফর্চুন অফার ক্যাম্পেইন চালু

১৪

নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন করুন অনলাইনে

১৫

কষ্টে দিন যাচ্ছে ‘এক টাকার মাস্টারের’, কেউ খবর রাখে না 

১৬

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

১৮

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন

১৯

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

২০
X