কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা আরব বিশ্ব

২৭ ফেব্রুয়ারির সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কী কৌশল নেবে, তা বিশ্বব্যাপী নজর কাড়ছে। ছবি : সংগৃহীত
২৭ ফেব্রুয়ারির সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কী কৌশল নেবে, তা বিশ্বব্যাপী নজর কাড়ছে। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে একজোট হচ্ছে আরব বিশ্ব। গাজা উপত্যকার পুনর্গঠন ও ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের নামে উচ্ছেদের প্রস্তাবের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, মিসর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ।

এরই মধ্যে মিসর আগামী ২৭ ফেব্রুয়ারি কায়রোতে জরুরি আরব সম্মেলনের ঘোষণা দিয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব

একই দিনে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সমুদ্রের পাশে গাজা উপত্যকা একটি বড় ‘রিয়েল এস্টেট সাইট’ হিসেবে বিবেচনা করা উচিত। এর জন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে এর পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে।

ট্রাম্পের এ বক্তব্যের পরপরই আরব দেশগুলো এটিকে ‘ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র’ বলে আখ্যা দেয় এবং কড়া প্রতিক্রিয়া জানায়।

তারও আগে গত ৪ ফেব্রুয়ারি ট্রাম্প বলেন, গাজা উপত্যকা পুনর্গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানো হবে। ফিলিস্তিনিদের জন্য অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।

আরব দেশগুলোর কঠোর প্রতিক্রিয়া

ট্রাম্পের ঘোষণার পর সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশ তীব্র নিন্দা জানায়। এক বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিন সংকটের সর্বশেষ পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করছি। এ সংকটের স্থায়ী সমাধান হওয়া উচিত দ্বি-রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত আরব বিশ্ব মেনে নেবে না। এ অঞ্চল ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি, এটি কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়।

বিশ্বজুড়ে সমালোচনা

ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে শুধু আরব বিশ্বই নয়, চীন ও রাশিয়াও নিন্দা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এটিকে ‘ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজার ভূমি বিক্রির জন্য নয়। আমরা আমাদের রক্ত দিয়ে এই ভূমি রক্ষা করব।

বিশ্লেষকদের সতর্কবার্তা

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। এটি ফিলিস্তিনিদের চরম বিপদের মুখে ফেলবে। ২৭ ফেব্রুয়ারির সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কী কৌশল নেবে, তা বিশ্বব্যাপী নজর কাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১১

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১২

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৩

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৪

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৫

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৬

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৭

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৮

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৯

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

২০
X