কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নারী দিবসে সরকারি ছুটির দাবি পাকিস্তানের নারীদের

নারী অধিকার কর্মীরা নারীদের মর্যাদা, অধিকারের স্বীকৃতির দাবি জানান। ছবি : সংগৃহীত
নারী অধিকার কর্মীরা নারীদের মর্যাদা, অধিকারের স্বীকৃতির দাবি জানান। ছবি : সংগৃহীত

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে পাকিস্তানে জাতীয় ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির নারীরা।

শুক্রবার (৭ মার্চ) দেশটির সমাজকর্মীরা মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশগত সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক জরুরি দাবি তুলে সংবাদ সম্মেলন করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের নারীদের নিয়ে কাজ করা সমাজকর্মীরাসহ অন্যান্য নেতারা। সেখানে তারা পাকিস্তানের নারীদের জন্য নারী দিবসকে জাতীয় ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

এই সম্মেলনে তারা নারী অধিকার এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। তাদের মতে, এই ছুটি নারীদের মর্যাদা, অধিকারের স্বীকৃতি এবং সমাজে নারীদের ভূমিকা চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

এছাড়া, সংবাদ সম্মেলনে পাকিস্তানের নারীরা লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা বলেন, সমাজে পুরুষতান্ত্রিক হিংসা প্রতিরোধে শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করা উচিত। বাল্যবিবাহ রোধ করার জন্য আইনগত পদক্ষেপ এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

নারী অধিকার কর্মীরা হিজড়া অধিকার সুরক্ষা আইনের পূর্ণ বাস্তবায়ন এবং সকল ধর্মীয় সংখ্যালঘুদের সম-অধিকার নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া, সংবাদ সম্মেলনে ধর্ম অবমাননার আইনের অপব্যবহারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এই আইন সংশোধন করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। তারা পাকিস্তানের খ্রিস্টান, হিন্দু, শিয়া এবং আহমদিয়া সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানান এবং তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রক্ষার আহ্বান জানান।

অবশেষে, আফগান শরণার্থীদের জোরপূর্বক নির্বাসনের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের এই নারী ব্রিগেড সতর্ক করেছেন, এমন কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের দিকে পরিচালিত করবে এবং এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X