কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে আরব লীগের অবস্থান, মহাসচিবের বার্তা

আরব লীগের লোগো। ছবি : সংগৃহীত
আরব লীগের লোগো। ছবি : সংগৃহীত

দায়িত্বজ্ঞানহীন সামরিক উসকানির মাধ্যমে সিরিয়া ও লেবাননকে অস্থিতিশীল করার চেষ্টায় ইসরায়েল। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত শনিবার (৫ এপ্রিল) এ অভিযোগ করেছেন। বলেছেন, যা আন্তর্জাতিক আইনগত নিয়মের স্পষ্ট অবজ্ঞা।

এক বিবৃতিতে আবুল ঘেইত দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বব্যাপী নিষ্ক্রিয়তা ইহুদিবাদী রাষ্ট্রকে আরও সাহসী করেছে।

সৌদি প্রেস এজেন্সি কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েল কর্তৃক পরিচালিত যুদ্ধ সম্পূর্ণ বেপরোয়ার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইচ্ছাকৃতভাবে স্বাক্ষরিত চুক্তি ইসরায়েল লঙ্ঘন করছে। তারা দেশগুলোতে আক্রমণ করছে এবং আরও বেসামরিক নাগরিককে হত্যা করছে।

তিনি বলেন, ইসরায়েলের পুনরায় হত্যার অভিযান গত বছরের শেষের দিকে লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির একটি অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় লঙ্ঘন।

আবুল ঘেইত মনে করেন, ইসরায়েলের কর্মকাণ্ড সংকীর্ণ অভ্যন্তরীণ এজেন্ডার দ্বারা পরিচালিত হচ্ছে। যা বেসামরিক জীবন এবং আঞ্চলিক শান্তি ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, মনে হচ্ছে ইসরায়েলি যুদ্ধযন্ত্র ততক্ষণ থামতে চাইবে না যতক্ষণ দখলদার নেতারা তাদের অভ্যন্তরীণ সংকটগুলো বিদেশে রপ্তানি করে তা মোকাবিলা করার ওপর জোর দিচ্ছে। এই পরিস্থিতি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনে করেন- বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শত্রু শক্তিই মুসলিম দেশগুলোর ওপর জুলুম বা হামলা চালাতে পারবে না।

শুক্রবার (৪ এপ্রিল) ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলো যদি সত্যিকারের ঐক্য গড়ে তোলে, তাহলে কোনো সাম্রাজ্যবাদী শক্তিই মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন চালাতে পারবে না।

ফোনালাপে মাহদি আল মাসহাতও ইসলামী ঐক্যের পক্ষে ইরানের অবস্থানকে প্রশংসনীয় ও গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান সবসময় মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এই ফোনালাপ এমন এক সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সংহতি এবং ঐক্যের বার্তা দিয়েছে ইরান ও ইয়েমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা আজ / জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত

‘শেয়ার শূন্য ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

১০

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

১১

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

১২

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

১৩

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১৪

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১৫

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১৬

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৭

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৮

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৯

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

২০
X