কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের ভয়াবহতা আরও বাড়ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ভয়াবহতা আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের একাধিক বিমান ও স্থল হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৪০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সময়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বাঞ্চলের কাফর মালেক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইসরায়েল-ইরান সাম্প্রতিক যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি ১২ দিনের হামলায় অন্তত ৬২৭ জন ইরানি নিহত এবং প্রায় ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের প্রতিরোধমূলক পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২৮ জন।

চলমান গাজা যুদ্ধের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ এবং সামরিক অভিযান মিলিয়ে গাজায় এখন পর্যন্ত ৫৬ হাজার ১৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩৯ জন। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছিলেন আনুমানিক ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও মানবিক বিপর্যয় এবং দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আহ্বান জানালেও এখনো কার্যকর কোনো সমাধান আসেনি।

গাজা শহরের আল-শিফা হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিহতদের জানাজা ও দাফনের সময় স্বজনদের আহাজারিতে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়েছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদ্রোহী’দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি

শ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি : ড. এম এ কাইয়ুম

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সভা শুরু

জিয়াউল আহসান ও তার স্ত্রীর ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা

ঘি নাকি মাখন, কোনটি বেশি উপকারী জেনে নিন

গানম্যান চেয়েছেন হান্নান মাসউদ

কেন আলোচনায় গরিবের সাকিব আল হাসান?

এবারের নির্বাচন শুধু সরকার নয়, পদ্ধতি পরিবর্তনেরও : উপদেষ্টা রিজওয়ানা

১০

আ.লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের : ফয়জুল করীম

১১

রুয়েট ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার, আসনপ্রতি লড়বে কত জন?

১২

মাইক্রোওয়েভে খাবারের গন্ধ নিয়ে বিরোধ, দুই ভারতীয় শিক্ষার্থীর পোয়াবারো

১৩

ইসলামে পাত্রী দেখা / কনের কোন কোন অঙ্গ দেখা যায়, বরের সঙ্গী থাকবে কারা?

১৪

নেপালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নো ডাইস’

১৫

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

১৬

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ

১৭

আসছে মন্টু পাইলট-৩

১৮

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় হতে হবে : দুলু

১৯

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ ইস্যুতে ক্ষুব্ধ ইসরায়েল

২০
X