বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি পরিদর্শক দল ইরানে পৌঁছেছে। জাতিসংঘের এই পারমাণবিক সংস্থাটির সঙ্গে প্রায় দুই মাস সহযোগিতা স্থগিত রেখেছিল তেহরান। তবে সাম্প্রতিক নিষেধাজ্ঞা চাপের মুখে সংস্থাটিকে আবারো তেহরানে ফেরার অনুমতি দিয়েছে খামেনি প্রশাসন।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতিতেই আইএইএ-র পরিদর্শকরা ইরানে প্রবেশ করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘আইএইএ-এর সঙ্গে নতুন সহযোগিতা কাঠামো নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিষয়টি নিয়ে কেবল মতবিনিময় চলছে।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইকানা জানিয়েছে, বুশেহর পারমাণবিক চুল্লির জ্বালানি পরিবর্তনের কাজ আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকদের উপস্থিতিতেই সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়িয়ে পড়ার পর আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইরান। তেহরান অভিযোগ তোলে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পরমাণু স্থাপনায় হামলা চালালেও আইএইএ সেই ঘটনা নিন্দা করতে ব্যর্থ হয়। যদিও বুশেহর পারমাণবিক কেন্দ্র সরাসরি হামলার শিকার হয়নি।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি মঙ্গলবার নিশ্চিত করেছেন যে তাদের একটি পরিদর্শক দল ইতোমধ্যে ইরানে ফিরেছেন। তিনি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বলেন, ‘ইরানে অনেক স্থাপনা রয়েছে। কিছু আক্রান্ত হয়েছে, কিছু হয়নি। তাই কীভাবে আমাদের কাজ পুনরায় শুরু করা সম্ভব, সেই বাস্তব কাঠামো নিয়ে আলোচনা চলছে।’

এই ঘোষণার পরদিনই ইরান জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক করেছে। ইউরোপীয় দেশগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তি— জেসিপিওএ (JCPOA) অনুযায়ী নির্ধারিত ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করার হুমকি দিয়েছে। আগস্টের শেষ নাগাদ তারা এটি কার্যকর করতে পারে বলে সতর্ক করেছে।

তেহরান অবশ্য এ হুমকি এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। গতকালকের বৈঠক ছিল জুন মাসের যুদ্ধে বিরতির পর ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে ইরানের দ্বিতীয় বৈঠক। সেই যুদ্ধে ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও কয়েকটি পারমাণবিক স্থাপনা টার্গেট করেছিল।

যুদ্ধের পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা কার্যত ভেস্তে যায়। ইসরায়েলের দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বারবার তা অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচি কেবলমাত্র বেসামরিক প্রয়োজনে, বিশেষত জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে।

২০১৫ সালের চুক্তি অনুযায়ী, ইরান নিয়মিতভাবে আইএইএ-কে তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছিল। এর বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে চুক্তি কার্যত ভেঙে পড়ে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১০

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১১

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১২

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৩

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৪

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৫

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৬

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৭

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৮

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৯

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

২০
X