পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পারস্য উপসাগরের দুবাই উপকূলে এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ।
রয়টার্সের খবরে বলা হয়েরেছ, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি এরোগাল্ফের বেল ২১২ মডেলের। হেলিকপ্টারটি একটি নৈশকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর দুবাই উপকূলে বিধ্বস্ত হয়। এতে মিসর ও দক্ষিণ আফ্রিকার একজন করে পাইলট ছিলেন।
আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, অনুসন্ধান ও উদ্ধার দল দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। বিমানের ক্রুদের উদ্ধারে এখনো অনুসন্ধান চলছে। এ ছাড়া বিমান দুর্ঘটনাবিষয়ক তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে।
মন্তব্য করুন