কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
বন্দিবিনিমিয়

দোহা ছেড়েছেন ইরান থেকে মুক্তিপ্রাপ্ত ৫ মার্কিন নাগরিক

দোহায় বিমান থেকে নামছেন মার্কিন নাগরিকরা। ছবি : সংগৃহীত
দোহায় বিমান থেকে নামছেন মার্কিন নাগরিকরা। ছবি : সংগৃহীত

পারস্পরিক বৈরিতা থেকে নমনীয় হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানে বন্দি ৫ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে দেশটি। অন্যদিকে ইরানের জব্দ করা ৬০০ কোটি ডলার ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় মুক্তি পাওয়া এসব নাগরিককে নিয়ে দোহা ছেড়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমান। এর আগে সোমবার তেহরান বিমানবন্দর থেকে তাদের নিয়ে দোহায় আসে কাতারের একটি বিমান। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এসব বন্দিদের নিয়ে দোহা ছেড়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমান। দুই দেশের মধ্যকার সম্পর্কের বৈরিতায় এমন পদক্ষেপ খুব বিরল ঘটনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, আজ ইরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিক দেশে ফিরছেন। কাতারের রাজধানী দোহায় এ মার্কিন পাঁচ নাগরিক অবতরণের আগে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ কথা জানানো হয়। এ সময় বিমানে পাঁচ মার্কিন নাগরিক ছাড়াও তাদের দুই আত্মীয় ও ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ছিলেন।

দোহায় বিমান থেকে নেমে মুক্তিপ্রাপ্ত এসব মার্কিন নাগরিকের মধ্যে তিনজন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলিঙ্গন করেন। অন্য দুই নাগরিক বিমান থেকে নামার প্রস্তুতি গ্রহণ করছেন। তবে তারা তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

ইরানের সঙ্গে বন্দিবিনিময় আলোচনায় ভূমিকা রাখার জন্য কাতার, ওমান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত কয়েক মাস ধরে এ বন্দিবিনিময় নিয়ে আলোচনা করে তেহরান ও ওয়াশিংটন। দোহার মধ্যস্থতায় ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে অন্তত আট দফা আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ থাকলেও জব্দকৃত ৬০০ কোটি মার্কিন ডলার ছাড় দিলে বন্দিবিনিময়ে সম্মত হয় ইরান। তবে এসব অর্থ চিকিৎসা খাতে খরচ করতে হবে ইরানকে। এ বিষয়টি নিশ্চিত করবে কাতার।

সমঝোতা অনুযায়ী, ইরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেবে তেহরান। তাদের প্রথমে বিমানে করে দোহায় এবং এরপর যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রে বন্দি পাঁচ ইরানি নাগরিককেও মুক্তি দেবে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, দুজন ইরানি নাগরিক দেশে ফিরে আসবেন এবং দুজন নাগরিক যুক্তরাষ্ট্রে থাকার অনুরোধ করায় তারা সেখানে থাকবেন। আর বাকি একজন তৃতীয় আরেকটি দেশে পরিবারের সঙ্গে যোগ দেবেন।

তিনি আরও বলেন, ছাড়কৃত অর্থ সোমবার নাগাদ তেহরানের কাছে পৌঁছে যাবে। চুক্তি অনুযায়ী, এ অর্থ যেন চিকিৎসা খাতে খরচ হয়, তা নিশ্চিত করবে কাতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

গোলের বদলে ডিম! পাখির কারণে মাঠছাড়া ফুটবলাররা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান, আন্দোলনে নতুন মোড়

প্রিন্স মামুনের সেলুন কেনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

১১

সাদাপাথরে যে সৌন্দর্য ফিরবে না আর

১২

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

১৩

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

১৪

মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

১৫

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

১৬

১৩০ বছরের ‘জিয়া বাড়ি’ আজও অবহেলিত

১৭

ফের আলোচনায় ভারতের সুপার স্পাই অজিত দোভাল

১৮

বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

১৯

সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

২০
X