ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে হামাস। তবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড বলেছে, ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে তারা দুটি ড্রোন হামলা করেছে। ইসরায়েলি বিমানবাহিনীর হ্যাটজারিম ঘাঁটিতে একটি ড্রোন এবং তসলিম সামরিক ঘাঁটিতে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সিনাই বিভাগের সদর দপ্তরে আরেকটি হামলা হয়েছে।
হামাসের এমন দাবির কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে হওয়া ড্রোন হামলা প্রতিহত করার কথা জানায়।
তারা বলছে, গাজা উপত্যকা থেকে উড়ে আসা দুটি ড্রোন শনাক্তের পর সেগুলো নির ওজ এবং এইন হাবসোর এলাকায় নিশ্চিহ্ন করা হয়েছে।
মন্তব্য করুন