নিজেদের আকাশসীমায় বেনামি ড্রোন শনাক্ত করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণের শহর এইলাতে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে এ বেনামি ড্রোন শনাক্ত করা হয়েছে। এরপর নিজেদের জন্য হুমকি মনে করা এ ড্রোনকে ভূপাতিত করেছে তারা।
תושבים באילת דיווחו על פיצוץ ושובל יירוט בשמי העיר@Itsik_zuarets @hadasgrinberg pic.twitter.com/Kdmta6KaOU
— כאן חדשות (@kann_news) October 31, 2023সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে আইডিএফ জানায়, এ ড্রোন বেসামরিক লোকদের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি। এ ছাড়া ইসরায়েলের ভূখণ্ডে কোনো ধরনের অনুপ্রবেশ চিহ্নিত করা হয়নি। এ ছাড়া ড্রোনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।
এর আগে মঙ্গলবার ইসরায়েলের হামলার হুমকি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর এইলাতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এরপর লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল।
হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলকে লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছেন। এ হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সারি বলেন, ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হুথিরা দেশটিতে স্পেশাল অপারেশন অব্যাহত রাখবে।
মন্তব্য করুন