রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে কাতারের সঙ্গে আলোচনায় ইসরায়েল

তেল আবিবে গাজায় বন্দিদের স্বজনদের বিক্ষোভ। ছবি : রয়টার্স
তেল আবিবে গাজায় বন্দিদের স্বজনদের বিক্ষোভ। ছবি : রয়টার্স

বিক্ষোভে উত্তাল তেল আবিব। গাজায় ইসরায়েলি তিন বন্দি নিহত হওয়ার পর স্বজনরা এ বিক্ষোভ শুরু করেন। এমন অবস্থার মধ্যে আবার কাতারের সঙ্গে আলোচনায় বসেছে ইসরায়েল। শনিবার ( ১৬ ডিসেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আলোচনায় বসেছেন। শনিবার নরওয়ের রাজধানী অসোলোতে তারা বৈঠকে মিলিত হন। গাজায় বন্দিদের মুক্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এ আলোচনা নতুন করে চুক্তি শুরু করার একটি প্রক্রিয়ার শুরু। তবে নতুন করে চুক্তির বিষয়টি আরও কঠিন, দীর্ঘ এবং জটিল হবে।

মোসাদের সাথে কাতারের প্রধানমন্ত্রীর এ বৈঠকের বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস ও মিসরের গোয়েন্দাবিষয়কমন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও জানানো হয়েছে। এ ছাড়া মোসাদপ্রধান মিসরের কর্মকর্তাদের সাথে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে শনিবার আলজাজিরা জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে বন্দি তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এই তিন জনকে ভুলবশত ‘হুমকি’ হিসেবে শনাক্ত করে গুলি করলে তারা মারা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজার শুজাইয়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে তিনজন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে শনাক্ত করে। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হয়।

তাৎক্ষণিকভাবে এই ঘটনার পর্যালোচনা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা গাজায় অবস্থান করা সব সেনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহু বাহিনী।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় নিয়ে আসে হামাস। এই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করে নেতানিয়াহু সরকার। অবশ্য পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুক্ত করে ইসরায়েল সরকার।

এখন পর্যন্ত ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের অধিকাংশকে গত মাসে সাত দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হয়। তবে এখনো হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১০

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১১

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১২

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৩

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৪

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৫

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৬

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৭

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৮

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৯

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

২০
X