যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ভিডিও প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। উপত্যকাটিতে ইসরায়েলে প্রায় সাড়ে চার মাস ধরে হামলা চালিয়ে আসছে। আর তাতে ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউর প্রকাশিত ভিডিওতে গাজায় ইসরায়েলি হামলার প্রকৃত চিত্র উঠে এসেছে। ইউএনআরডব্লিউ জানিয়েছে, গাজার ৭০ শতাংশ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি এ ভিডিও প্রকাশ করেছে।
এক্সে প্রকাশিত এক ভিডিওতে বলা হয়েছে, কোথাও নিরাপদ নয়।
Shocking footage shows unimaginable destruction in#Gaza city, including our health centre. +70% of civilian infrastructure- including homes, hospitals & schools- have been destroyed or severely damaged. 84% of health facilities have been affected by attacks. Nowhere is safe. pic.twitter.com/9yRjJGvSMA — UNRWA (@UNRWA) February 15, 2024
এদিকে ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে যত তাড়াতাড়ি সম্ভব হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলছে, হামলা বন্ধ না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। এ জন্য রাফা শহরে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। পাশাপাশি সেখানে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং গুরুতর মানবিক বিপর্যয় ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে ইসরায়েলকে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনের নাড়ে ২৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এ ছাড়া এখন কেবল বসতিতে ছেয়ে গেছে উপত্যাকা। এ ছাড়া ইসরায়েলের বর্বরতায় গাজায় ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। চারদিকে খাবার পানীয়ের জন্য হাহাকার দেখা দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।
মন্তব্য করুন