অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে ১৬ বছর বয়সী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ৫০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কয়েক ডজন সামরিক গাড়িতে চড়ে শহরে আসে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর হলো রামাল্লা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমরি শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী ১৬ বছর বয়সী মুস্তাফা আবু শালবাককে গুলি করে হত্যা করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ক্যাম্পে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুস্তাফার ঘাড় ও বুকে গুলি করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ক্যাম্পে ছয় ঘণ্টাব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছেন তারা। এ সময় দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং অন্যদের জিজ্ঞাসাবাদ করেছেন তারা। এ ছাড়া হামাসের ফেলে যাওয়া উসকানিমূলক সরঞ্জাম জব্দ করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে রোববার রাতে অভিযান চালিয়ে কমপক্ষে ৫৫ ফিলিস্তিনিকে আটক করেছে। এই সংগঠনের তুলকারম শাখার প্রধান ইব্রাহিম হামারশেহ বলেছেন, যতবারই তারা (ইসরায়েলি বাহিনী) ক্যাম্পে প্রবেশ করে আগেরবারের চেয়ে বেশি ধ্বংস করে।
গাজা যুদ্ধের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্তব্য করুন