কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১০:২৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে সহিংসতার বিষয়ে কানাডার বিবৃতি

কোটা আন্দোলনে সহিংসতার বিষয়ে কানাডার বিবৃতি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিবৃতি দিয়েছে কানাডা। এতে আন্দোলনে সহিংসতার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে কানাডার হাইকমিশন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) কানাডার হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব। হাইকমিশন জানিয়েছে, গত সপ্তাহে কোটা আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা মর্মাহত। আমরা ভুক্তভোগী, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানাই।

বিবৃতিতে বলা হয়, বাকস্বাধীনতা এবং সমাবেশের অধিকার সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিসেবা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই, যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্যে অ্যাক্সেস পায় এবং কানাডা ও বিশ্ববাসী তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তার সবার জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহি অব্যাহত রাখতে হবে। কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে।

পরবর্তীতে নানা ঘটনার মধ্যদিয়ে এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

ডায়াবেটিসের কিছু আশ্চর্যজনক লক্ষণ, যা জানেন না অনেকেই

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই সাকিব-মাশরাফির

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশানের জায়গা দখলমুক্ত করার দাবি

১০

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

১১

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

১২

বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন

১৩

গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

১৪

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

১৫

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

১৬

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

১৭

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

১৮

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

১৯

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

২০
X