কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মেলিসা, বাতাসের গতিবেগ ২৮২ কিমি

আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মেলিসা, বাতাসের গতিবেগ ২৮২ কিমি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মেলিসা। ক্যাটাগরি-৫ মাত্রার এ হারিকেনটি ক্যারিবীয় দেশ জ্যামাইকায় আঘাত হানতে চলেছে। ইতোমধ্যে এর প্রভাবে প্রাণহাণির ঘটনাও ঘটেছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই জ্যামাইকাতে আঘাত হানতে পারে। এটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) ‘বিপর্যয়কর ও প্রাণঘাতী’ হিসেবে বর্ণনা করেছে।

এর প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্যামাইকায় অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে আরও চারজনের মৃত্যু হয়েছে।

এনএইচসির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সর্বোচ্চ বাতাসের বেগ ও নিম্নচাপের বিচারে মেলিসা এখন পর্যন্ত ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। বর্তমানে এটি রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৩৩ কিমি দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় মাত্র ৬ কিমি গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

সিবিএস নিউজ জানিয়েছে, যদি মেলিসা এই শক্তি নিয়েই স্থলভাগে আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালের পর থেকে জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।

এনএইচসির পরিচালক মাইকেল ব্রেনান বলেন, কেউ বাইরে বের হবেন না। প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় বাইরে যাওয়া বিপজ্জনক—কারণ মেলিসার গতি হঠাৎ বেড়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্যামাইকার কিছু এলাকায় ৪০ ইঞ্চি (প্রায় ১০০ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি করতে পারে। এনএইচসির উপপরিচালক জেমি রোম বলেন, ঝড়টি ধীরগতিতে চলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এটি জ্যামাইকার জন্য এক বিপর্যয়কর ঘটনা হয়ে উঠতে পারে।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস দ্বীপজুড়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে তাৎক্ষণিকভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রত্যেক জ্যামাইকানকে প্রস্তুত থাকতে হবে, ঘরে অবস্থান করতে হবে এবং সরিয়ে নেওয়ার নির্দেশ মানতে হবে। আমরা এই ঝড় মোকাবিলা করব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব।

শিক্ষামন্ত্রী ডানা মরিস ডিকসন জানান, দেশজুড়ে ৮৮১টি আশ্রয়কেন্দ্র সক্রিয় করা হয়েছে। অক্টোবরজুড়ে বৃষ্টি হওয়ায় মাটি আগেই ভেজা, ফলে অতিবৃষ্টি ভয়াবহ ভূমিধস ডেকে আনতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সম্মাননা পেল বিজিএমইএ

১০০ কিলোমিটার বেগে তাণ্ডবের আশঙ্কা, বাতিল বিমান-ট্রেন চলাচল

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন মেসি

লাল চাদরে ঢাকা যেন গোমতী নদীর চর

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর ৪র্থ সংখ্যা প্রকাশ

তুরস্কের ফুটবলে অশনিসংকেত, ১৫২ রেফারি জড়িত জুয়ার সঙ্গে

২০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মফিজের

খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক

বিপুলসংখ্যক জামিন / তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

প্রভিডেন্ট ফান্ডসহ আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

১০

বরফযুক্ত ইলিশে বাজার সয়লাব, টাটকাগুলো গেল কই?

১১

লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

১২

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, একাধিক ভবনধস

১৩

মায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় ছোট্ট আরাফাত

১৪

বিপিএলে ফরচুন বরিশাল থাকছে কি না, জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

১৫

রুপার বাজারেও বড় পতন, আজ কত দামে বিক্রি হবে 

১৬

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে 

১৭

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোন্থা, গতিপথ কোনদিকে?

১৮

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

১৯

আফগানিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হলো না বাংলাদেশের

২০
X