

হারিকেন মেলিসা জ্যামাইকায় ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে আঘাত হেনেছে। আধুনিক ইতিহাসে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে এটি একটি। জ্যামাইকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও মেলিসা সামনে ধেয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কিউবায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কিউবার জনস্বাস্থ্যমন্ত্রী জোসে অ্যাঞ্জেল পোর্টাল মিরান্ডা সোশ্যাল মিডিয়ায় তার দেশের নাগরিকদের হারিকেন মেলিসার প্রস্তুতির জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
মার্কিন আবহাওয়া তথ্যের এএফপি বিশ্লেষণ অনুসারে, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) বেগে বাতাস বইছে। হারিকেন মেলিসা এই বছর বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়।
জ্যামাইকান কর্মকর্তারা বলেছেন, ঝড়টি দেশের অবকাঠামোতে কতটা বিপর্যয় ডেকে এনেছে তা নির্ধারণের কাজ চলছে। একটি জরুরি ত্রাণ ওয়েবসাইট চালু করা হয়েছে। দুর্গতদের দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি স্থলভাগে আঘাত হানে। তখন ক্যাটাগরি-৫ মাত্রার সমান শক্তি ধারণ করলেও এটি এখন কিছুটা কমে ক্যাটাগরি-৪ পর্যায়ে এসেছে। এ সত্বেও কিউবায় তাণ্ডব চালানোর ক্ষমতা রাখে ঝড়টি।
জ্যামাইকার স্থানীয়রা জানান, মূল ঝড় দ্বীপরাষ্ট্রটি অতিক্রম করলেও এখনো তীব্র বাতাস বইছে। পূর্বাভাস অনুযায়ী আকস্মিক বন্যা, ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা আতঙ্কিত।
এদিকে আজ বুধবারের মধ্যে ঝড়টি কিউবায় ক্যাটাগরি-৪ মাত্রার শক্তিতে আঘাত হানতে পারে। ইতোমধ্যে দেশটিতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। অতিদ্রুত দুর্যোগ ঝুঁকিপ্রবণ বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন