যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে ২ অভিবাসী নিহত হয়েছেন। সীমান্তের মেক্সিকান অঞ্চলে এ গোলাগুলি ঘটে বলে জানিয়েছেন দেশটির জাতীয় অভিবাসন ইনস্টিটিউট। খবর আলজাজিরা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরের মেক্সিকোতে এ ঘটনা ঘটে। এতে দুজন নিহত ছাড়াও আরও তিনজন আহত অবস্থায় উদ্ধার করেছে জরুরি উদ্ধারকর্মীরা। এ ছাড়া অক্ষত ছিলেন আরও নয়জন।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সীমান্তবর্তী বাজা ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী টিকেট শহরে চুচুমা পাহাড়ে ১৪ জনের একটি দলকে খুঁজে পায়। তবে উদ্ধারকর্মীরা পাহাড় বেয়ে তাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে দুজনের মৃত্যু হয়। মেক্সিকোর এ পাহাড়টি একটি আদিবাসী গোষ্ঠীর তীর্থস্থান হিসেবে পরিচিত। তবে এলাকাটিতে মানবপাচারকারীদের আনাগোনা রয়েছে।
সীমান্তবর্তী এ এলাকায় গোলাগুলোর কারণ জানা যায়নি। তবে অঞ্চলটি দিয়ে সীমান্ত পারাপারের ব্যাপারে কয়েকটি স্থানীয় গ্রুপ মধ্যস্থতা করে। ফলে এসব গ্রুপের কেউ কোনো প্রতিদ্বন্দ্বী দলে কাজ করলে বা অভিবাসীদের পাসের অধিকার না দিলে গোলাগুলির ঘটনা ঘটে। এ ছাড়া এলাকাটিতে মাঝেমধ্যে অভিবাসীরা ডাকাতি ও অপহরণের শিকার হন।
এর আগে ২০২১ সালে তামাওলিপাস স্টেট পুলিশের গুলিতে ১৯ অভিবাসী নিহত হন। এসব অভিবাসীদের ১৪ জন গুয়েতেমালার নাগিরক। এ ঘটনায় সম্প্রতি ১১ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা দাবি করেন তারা পাল্টা হামলা মোকাবিলায় গুলি ছুড়েছেন। তবে তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের জন্য মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়।
মন্তব্য করুন