সবচেয়ে দ্রুতগতিতে কমছে জাপানের জনসংখ্যা। টানা ১৪ বছর ধরে কমতে শুরু করেছে জাপানি মানুষ। তবে দেশি মানুষের সংখ্যা কমলেও ঘাটতি পূরণ করছে বিদেশি নাগরিকরা। দেশটিতে বিদেশি মানুষের সংখ্যা এখন রেকর্ড ৩০ লাখে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০২৩ এর ১ জানুয়ারির বাসিন্দা নিবন্ধন তথ্য অনুযায়ী, টানা ১৪ বছরে দেশটিতে জাপানি নাগরিকের সংখ্যা ৮ লাখ কমে ১২ কোটি ২৪ লাখ ২০ হাজার হয়েছে।
অন্যদিকে জাপানে বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা ২৯ লাখ ৯০ হাজার। যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রায় ১ দশকে এটিই সর্বোচ্চ বৃদ্ধি।
২০০৮ সাল থেকে প্রতি বছরই দেশটির জনসংখ্যা কমছে। নতুন তথ্য অনুযায়ী, জাপানের মোট জনসংখ্যা ৫ লাখ ১১ হাজার কমে ১২ কোটি ৫৪ লাখ ২০ হাজার হয়েছে।
আরও পড়ুন : কাতারের সুপার মার্কেটে সুইডিশ পণ্য বয়কট
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জন্মহার বাড়ানোকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। সরকারের অভিভাবকদের সহায়তা দিতে প্রতিবছর শিশুর যত্ন ও সংশ্লিষ্ট খাতে ২৫ বিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ করা।
মন্তব্য করুন