ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩১ জন। সোমবার (৭ আগস্ট) এ হামলা চালানো হয়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের মধ্যে চার বেসামরিক নাগরিক এবং একজন কর্মকর্তা ছিলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, পোকরোভস্কে প্রথম হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দ্বিতীয় হামলায় জরুরি পরিষেবার একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকারী ও একজন শিশু রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পোকরোভস্কে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল।
আরও পড়ুন : কারাগারে হুমকির মুখে ইমরান খানের জীবন : পিটিআই
মন্তব্য করুন