কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ার সামরিক শক্তিতে চীন ভারত বাংলাদেশের অবস্থান কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সে অনুযায়ী ২০২৫ সালেও বিশ্বের শীর্ষ ১৪৫টি দেশের সামরিক শক্তি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে এবার ‘এশিয়ান মিলিটারি স্ট্রেন্‌থ, ২০২৫’ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্র।

মোট ৬০টি আলাদা আলাদা বিষয়কে বিচার-বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। র‌্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে। অর্থাৎ, যে দেশ শূন্যের যত কাছে পয়েন্ট পাবে, তাদের সামরিক শক্তি তত বেশি।

সৈন্যশক্তির দিক থেকে র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এ ছাড়া কোন দেশের কাছে কী কী অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখেছেন সমীক্ষকেরা। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং এবং বিমানবাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায়।

গ্লোবাল ফায়ারপাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া। তবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে। তালিকা অনুযায়ী, এশিয়ায় সামরিক শক্তিতে রাশিয়ার পরেই রয়েছে চীনের অবস্থান। এছাড়া শুরুর দিকে আরও রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। পরমানু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে। আর বাংলাদেশ রয়েছে ১৭তম অবস্থানে।

সূচকে রাশিয়া পেয়েছে ০.০৭৮৮ পয়েন্ট। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। এই সংখ্যা আনুমানিক সাড়ে পাঁচ হাজারের আশপাশে। আর সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়ার রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী।

এশিয়ান র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সূচক পয়েন্ট রাশিয়ার সমান। অর্থাৎ চীনও পেয়েছে ০.০৭৮৮ পয়েন্ট। ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’ জানিয়েছে, ‘পিপল্‌স লিবারেশন আর্মি’র (পিএলএ) রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমানে রেড ড্রাগনের মোট সৈন্য সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার। এমনকি, রণতরীর সংখ্যায়ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শি জিনপিংয়ের দেশের।

তালিকায় ভারতের অবস্থান তৃতীয় স্থানে। ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’- সূচকে ভারতের পয়েন্ট ০.১১৮৪। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪ লক্ষ ৫৫ হাজার। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরেই।

এশিয়ার তালিকায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ৩টি দেশই পরমাণু শক্তিধর নয়। গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। অন্যদিকে ড্রোনশক্তির কারনে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক।

এশিয়ায় সামরিক শক্তির তালিকায় পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে। পরমাণু শক্তিধর দেশটি সৈন্য সংখ্যা এবং অস্ত্র সমৃদ্ধির দিক থেকে উপরের দিকে থাকলেও অর্থনৈতিকভাবে অনেকটা সংকটের মধ্যে রয়েছে। ফলে গ্লোবাল ফায়ারপাওয়ার’ র‌্যাঙ্কিংয়ে এটির একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একটা সময়ে বিশ্ব তালিকায় সাত বা আট নম্বরে থাকা ইসলামাবাদ এখন বিশ্ব তালিকায় ১২ নম্বর অবস্থানে।

এশিয়ায় অষ্টম স্থান পেয়েছে ইন্দোনেশিয়া। ৯ম ও ১০ অবস্থানে রয়েছে যথাক্রমে ইসরায়েল এবং ইরান। ১১তম স্থানে রয়েছে তাইওয়ান। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া রয়েছে ১৬তম স্থানে। এরপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।

এশিয়ার দেশগুলোর সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের স্থান ১৭তম। বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রয় ৭ লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা ১ লাখ ৬৩ হাজার। বাংলাদেশ বিমানবাহিনীতে রয়েছে ১৭,৪০০ সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ২৫,১০০ নৌসেনা। তবে আধাসামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশের বিশ্বে এক নম্বরে। বাংলাদেশের রয়েছে ৬৮লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভয়ংকর হামলা করতে প্রস্তুত ইসরায়েল

কাকরাইলে বিএনপির নেতা-কর্মীদের রাতভর অবস্থান

নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল

‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’

কাতারের বিলাসবহুল বিমান লুফে নিলেন ট্রাম্প

ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ আজ

ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় দিন কাটছে খামারিদের

গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া 

ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ

১০

গাজার ত্রাণকে ‘সমুদ্রে এক ফোঁটা পানি’ বলছে জাতিসংঘ

১১

টিভিতে আজকের খেলা

১২

গাজায় খাবার ঢুকছে না, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা

১৩

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না 

১৫

মনিরামপুরে ভূমি অফিসে দুদকের অভিযান

১৬

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

১৭

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৫

১৮

এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়ল ৫ দেশ

১৯

গাজায় মৃত্যুর মিছিল / শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নেতানিয়াহু

২০
X