ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অপমান করার দায়ে জরিমানা গুনতে হলো দেশটির প্রখ্যাত সাংবাদিক রবার্তো সাভিয়ানোকে। এক হাজার ইউরো স্থগিত জরিমানা করা হয় তাকে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ডিসেম্বরে মেলোনির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন রবার্তো। সেখানে অভিবাসন নীতি নিয়ে নানা প্রশ্ন করেন রবার্তো। একপর্যায়ে তিনি মেলোনির উদ্দেশে একটি আপত্তিকর শব্দ ব্যবহার করেন, যা নিয়ে দেখা দেয় নানা সমালোচনা। ঘটনাটি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।
আদালতে মানহানির অপরাধ প্রমাণ হওয়ায় রবার্তোকে এক হাজার ডলার স্থগিত জরিমানা গুনতে হচ্ছে। স্থগিত জরিমানার অর্থ হলো আপাতত রবার্তোকে জরিমানার অর্থ শোধ করতে হবে না। কিন্তু তিনি এমন হীন কাজ আর কখনোই করতে পারবেন না। দ্বিতীয়বার একই কাজ করলে তাকে জরিমানা দিতে হবে।
তবে এ বিষয়ে রবার্তো অভিযোগ করেন, জর্জিয়া মেলোনির সরকার অভিবাসীদের সম্পর্কে ‘মিথ্যা’ বলার জন্য তাকে ‘ভীতি প্রদর্শন’ করতে চেয়েছিল।
অন্যদিকে মেলোনির আইনজীবী বলেন, রবার্তো যা বলেছিলেন, সেটা সমালোচনা নয়, বরং অপমান করার জন্যই বলেছিলেন। তিনি (রবার্তো) অশ্লীল ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছিলেন।
মন্তব্য করুন