রাশিয়ার সামরিক ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘লজ্জার তালিকায়’ রেখেছে জাতিসংঘ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে শিশুদের হত্যা ও আহত করার জন্য তাদের এ তালিকায় রাখা হলেও গত বছর ৪০ জনের বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যার পরও ইসরায়েলি বাহিনীকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের হত্যা ও আহত করার ঘটনায় ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় রাখার জন্য বারবার অনুরোধ করেছিল মানবাধিকার সংস্থাগুলো।
জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের ‘লজ্জার তালিকা’ থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে দেওয়া সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের প্রতি আচরণের বিষয়ে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে গুতেরেস বলেছেন, ইউক্রেনে ২০২২ সালে শিশুদের প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি উদ্বিগ্ন।
প্রতিবেদনটির বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বলেছে, গত বছর ইউক্রেনে ৪৭৭ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে তালিকা করা হয়। এর মধ্যে ১৩৬টি মৃত্যু সরাসরি রুশ বাহিনী ও সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে সংঘটিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৮০ শিশুকে হত্যার জন্য দায়ী ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বাকি ভুক্তভোগী শিশুদের ব্যাপারে যুদ্ধরত দুই পক্ষের কাউকেই নিশ্চিতভাবে দোষারোপ করা হয়নি। শিশুরা বেশিরভাগই বিমান হামলায় নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়।
জাতিসংঘ আরও বলছে, রুশ বাহিনী এবং সহযোগী গোষ্ঠী ইউক্রেনে ৫১৮ শিশুকে আহত করেছে। এ ছাড়া তারা স্কুল ও হাসপাতালে ৪৮০টি হামলা চালিয়েছে। সেইসঙ্গে ৯১ শিশুকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ১৭৫ শিশুকে আহত করেছে এবং স্কুল ও হাসপাতালে ২১২টি হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের বাহিনীকে ‘লজ্জার তালিকায়’ রাখা হয়নি।
তবে তালিকায় রাখা না হলেও প্রতিবেদনে জাতিসংঘের প্রধান বলেছেন, তিনি ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর হাতে ৪২ ফিলিস্তিনি শিশু নিহত এবং ৯৩৩ শিশু আহত হয়েছে। এর আগে ২০২১ সালে ইসরায়েলি বাহিনী ৭৮ ফিলিস্তিনি শিশুকে হত্যা করে। তবে শিশু হত্যার জন্য ‘লজ্জার তালিকায়’ ইসরায়েলকে কখনো রাখেনি জাতিসংঘ।
এদিকে ‘লজ্জার তালিকায়’ রুশ বাহিনীকে রাখায় জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে ইসরায়েলকে এ তালিকায় না রাখার জন্য জাতিসংঘ প্রধানের সিদ্ধান্তের সমালোচনা করেছে সংস্থাটি।
মন্তব্য করুন