ইসরায়েলের মোসাদ, যুক্তরাজ্যের এমআই সিক্স, রাশিয়ার কেজিবি, ভারতের ‘র’ কিংবা পাকিস্তানের আইএসআইয়ের মতো বিশ্বের প্রায় সব দেশেরই নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে। তেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে সিআইএ। যা যুক্তরাষ্ট্রসহ বহিঃবিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। সিআইএ ছাড়াও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই নামে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা রয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বিশ্বস্ততা, সাহস, বিশুদ্ধতা¬- এই তিনটি লক্ষ নিয়ে কাজ করে সংস্থাটি। ওয়াশিংটন ডিসির জে ইজার হভার ভবনে এফবিআইয়ের প্রধান কার্যালয়।
১৯০৮ সালে ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিওআই) নামে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৫৩ সালে বিওআই থেকে নাম পরিবর্তিত হয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) হয়।
২০১০ সালে এফবিআইয়ের বাজেট ছিল ৭.৯ বিলিয়ন ডলার যার মধ্যে ৬১৮ মিলিয়ন ডলার খরচ করা হয় সন্ত্রাসবাদ দমন, সাইবার ক্রাইমের বিরুদ্ধে কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ইত্যাদি।
মূলত এফবিআইয়ের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার পাশাপাশি ফেডারেল, স্টেট, মিউনিসিপ্যাল, আন্তর্জাতিক সংস্থা ও সহযোগীদের সাহায্য করা।
মন্তব্য করুন