কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি বিমান ভাড়া করে প্রেমিকার ইভেন্টে যান এফবিআই পরিচালক

এফবিআই পরিচালক কাশ প্যাটেল। ছবি : সংগৃহীত
এফবিআই পরিচালক কাশ প্যাটেল। ছবি : সংগৃহীত

এফবিআই পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সরকারের একটি বিশেষ বিমান ব্যবহার করে তার প্রেমিকার রেসলিং ইভেন্টে যোগ দিতে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। এই অভিযোগের জবাবে এফবিআই জানিয়েছে, কাশ প্যাটেল কোনো নিয়ম ভাঙেননি যখন তিনি ৬০ মিলিয়ন ডলারের এফবিআই জেট ব্যবহার করে তার প্রেমিকা অ্যালেক্সিস উইলকিন্সের অনুষ্ঠানে যান।

কাশ প্যাটেলের এই ‘ডেট নাইট’ নজরে আসে সাবেক রক্ষণশীল এফবিআই এজেন্ট ও এখনকার এফবিআই-সমালোচক পডকাস্টার কাইল সেরাফিনের।

দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী, ন্যায়বিভাগের একটি নিবন্ধিত বিমান ২৫ অক্টোবর ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে উড়ে যায় এবং প্রায় ৪০ মিনিট পরে পেনসিলভানিয়ার স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় আড়াই ঘণ্টা পর একই জেটটি ন্যাশভিল, টেনেসিতে উড়ে যায়— যেখানে উইলকিন্স থাকেন।

৪৫ বছর বয়সি প্যাটেলকে ওই ইভেন্টে ২৬ বছর বয়সি উইলকিন্সের সঙ্গে দেখা যায়। উইলকিন্স সামাজিক মাধ্যমে দুজনের ছবিও পোস্ট করেন। ইভেন্টটি এ বছরের শুরুতে প্রয়াত হাল্ক হোগান সহ-প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে উইলকিন্স একটি গান পরিবেশন করেন।

এফবিআইর মতে, এটি প্রথমবার নয় যে কাশ প্যাটেল ব্যক্তিগত কাজে এফবিআই জেট ব্যবহারের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। এইবার অনেকেই তার আগের পরিচালক ক্রিস রে ও জেমস কোমির সঙ্গে তুলনা করেছেন।

এফবিআইর এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ ব্যক্তিগত সফর অনেক সীমিত রেখেছেন— তবে মাঝে মাঝে তিনি পরিবারের সদস্য, বন্ধু বা দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দেখা করতে ব্যক্তিগত সময় নিতে পারেন। তিনি খুব কমই এমন করেন। বরং, সপ্তাহান্তেও তিনি প্রায়ই কাজ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ— যারা তার সঙ্গে কাজ করেন তারা জানেন, তিনি ২৪ ঘণ্টাই দায়িত্বে থাকেন।

এফবিআই পরিচালকরা বাণিজ্যিক বিমান ব্যবহার করতে পারেন না; তাদের সরকারি বিমানে ভ্রমণ করতে হয়। সংস্থার নিয়ম অনুযায়ী, কাশ প্যাটেল এমন ব্যক্তিগত সফরের আগে প্রয়োজনীয় খরচ আগেই সরকারকে পরিশোধ করেন, জানান এফবিআই জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক বেন উইলিয়ামসন (TOI-এর প্রতিবেদনে)।

উইলিয়ামসন আরও জানান, প্যাটেল খরচ কমানোর জন্য ব্যক্তিগতভাবে বেশ কিছু পদক্ষেপ নেন। তিনি সাধারণত ওয়াশিংটনের ডিসিএ (রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্ট) থেকে উড়ে যান না; বরং সরকারি বিমানঘাঁটি ব্যবহার করেন, যা প্রায় ২.৫ গুণ সস্তা। তিনি বলেন, আগের পরিচালক ক্রিস রে ও জেমস কোমি সাধারণত ডিসিএ ব্যবহার করতেন।

উল্লেখ্য, এ বছরের শুরুতেই সাবেক এফবিআই গোয়েন্দা প্রধান ফ্রাঙ্ক ফিগলিউজি অভিযোগ করেন যে, কাশ প্যাটেল এফবিআই সদর দপ্তরে থাকার চেয়ে নাইটক্লাবে বেশি সময় কাটান এবং এখন আর দৈনন্দিন ব্রিফিংও পান না।

খবরে বলা হয়েছিল, প্যাটেল তার সময় ওয়াশিংটন ডিসি ও লাস ভেগাসের মধ্যে ভাগ করে নিচ্ছেন, যার ফলে সংস্থার ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

এছাড়াও, তিনি সংস্থার ভেতর তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করতে এজেন্টদের পলিগ্রাফ টেস্ট (মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা) করার নির্দেশ দেন, যা নিয়ে বিতর্ক উঠলেও, এফবিআই সেই পদক্ষেপকে নিরাপত্তা রক্ষার জন্য জরুরি বলে ব্যাখ্যা করে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিকার এক দেশে ব্যাপক সহিংসতা, নিহত ৭০০

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র

মোবাইল ফোন চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া

গণভোট নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে : জুয়েল

হাওরে জাল ফেলে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

প্যান্টের পকেটে লুকানো ছিল স্বর্ণের ৬ বার

জাতীয় নির্বাচনের তপশিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

ক্যাটরিনার ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে    

১০

ক্যানসারের কাছে হার মানলেন হাইমচর থানার ওসি সুমন

১১

দুই ব্যক্তি খুন করেছিল সুশান্তকে, দাবি বোনের 

১২

শেষ সিনেমায় জুবিনকে বিশেষ শ্রদ্ধা আসামবাসীর 

১৩

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সৌদি

১৪

ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের

১৫

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৬

একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মামুন

১৭

ফাতেমা রানীর তীর্থোৎসবে আলোকিত গারো পাহাড়

১৮

যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলে কটাক্ষ করল ইরান

১৯

জুলাইবিরোধী অবস্থান / ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিল

২০
X