কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৮:৪৫ এএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মাটিতেও যেভাবে চলে মার্কিন যুদ্ধজাহাজ

মার্কিন যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফ্ট এয়ার কুশন এল-সি-এ-সি। ছবি : সংগৃহীত
মার্কিন যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফ্ট এয়ার কুশন এল-সি-এ-সি। ছবি : সংগৃহীত

শত্রুপক্ষের অন্তরে কাঁপুনি ধরাতে জুড়ি নেই ল্যান্ডিং ক্রাফ্ট এয়ার কুশন এল-সি-এ-সি’র। বর্তমান বিশ্বে উভয়চর এই সামরিক যান ব্যবহার করে কেবল মার্কিন নৌবাহিনী ও জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স- জে-এম-এস-ডি-এফ।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান অ্যারো-জেট জেনারেল, লুইসিয়ানাভিত্তিক বেল অ্যারো-স্পেস সূত্র ও ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, সাগরের মাঝখানে থাকা জাহাজ থেকে উপকূলে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সৈন্য পরিবহনে ব্যবহার হয়ে থাকে এল-সি-এ-সি। তবে ভবিষ্যতে এই জায়গাটা দখল করে নিতে পারে শিপ-টু-শোর কানেকটর-এস-এস-সি।

বর্তমান বিশ্বে এলসিএসি একমাত্র যান যেটি উভচর জাহাজ থেকে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রজন্মের এম-১ আবরাম ট্যাংক উপকূলে পরিবহন করতে সক্ষম। আধুনিক স্থল যুদ্ধ ব্যবস্থায় শক্তিশালী সমরাস্ত্র এম-১ আবরাম বিশ্বের সবচেয়ে ভারী ট্যাংক। এক একটি এম-১ আবরাম ট্যাংকের ওজন ৭৩.৬ শর্ট টন বা ৬৬.৮ টন। আর উচ্চগতির এল-সি-এ-সি অনায়েসেই এম-১ আবরাম ট্যাংক জল থেকে স্থলে পৌঁছে দিতে সক্ষম।

সম্পূর্ণ উভচর যান এল-সি-এ-সি ৬০ থেকে ৭৫ টন পর্যন্ত ওজন বহন করতে পারে। এল-সি-এ-সি’র দ্রুততা মার্কিন নৌবাহিনীর সক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। পূর্ণ লোড নিয়ে একটি এলসিএসি প্রতি ঘণ্টায় ৪০ নটের বেশি বা ৭৪.০৮ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

আর এল-সি-এ-সি রেঞ্চ ৩০০ মাইল। এয়ার কুশন প্রযুক্তির কারণে এল-সি-এ-সি বিশ্বের প্রায় ৭০ শতাংশ উপকূলে পৌঁছতে সক্ষম। অথচ প্রচলিত ল্যান্ডিং ক্রাফটের সহায়তায় বিশ্বের মাত্র ১৫ শতাংশ উপকূলের নাগাল পাওয়া সম্ভব।

১৯৭০-এর দশকে টেস্ট ভেহিক্যাল অ্যাম-ফি-বিয়াস অ্যাসল্ট ল্যান্ডিং ক্রাফট (এ-এ-এল-সি)-র সঙ্গে আধুনিক এল-সি-এ-সি’র কনসেপ্ট ডিজাইন শুরু হয়। একপর্যায়ে জে-ই-এফ-এফ-এ ও জে-ই-এফ-এফ-বি নামে দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়।

জে-ই-এফ-এফ-এ তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান অ্যারো-জেট জেনারেল। আর জে-ই-এফ-এফ-বি তৈরি করে লুইসিয়ানাভিত্তিক বেল অ্যারো-স্পেস। এই দুটি ক্রাফট কারিগরি ও অপারেশনাল সক্ষমতা পূরণে সফল হওয়ার মাধ্যমেই শুরু হয় এল-সি-এ-সি’র উৎপাদন।

মার্কিন নৌবাহিনীর হাতে সর্বপ্রথম ১৯৮৪ সালে প্রথম এল-সি-এ-সি তুলে দেওয়া হয়। তবে ১৯৮৬ ইনিশিয়াল অপা-রেশনাল ক্যাপা-বিলিটি অর্জনে সক্ষম হয় এল-সি-এ-সি। এর এক বছর পর ১৯৮৭ সালে এল-সি-এ-সি পূর্ণমাত্রায় উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। শুরুতে ১৫টি ক্রাফট তৈরি পর দুটি মার্কিন কোম্পানিকে এল-সি-এ-সি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। টেক্স-ট্রন মেরিন অ্যান্ড ল্যান্ড সিস্টেমস (টি-এম-এল-এস) এবং অ্যাভন-ডেল গালফ-পোর্ট মেরিন, টি-এম-এল-এস বাকি এল-সি-এ-সিগুলো তৈরি করে।

মার্কিন নৌবাহিনীর জন্য এখন পর্যন্ত ৯১টি এল-সি-এ-সি তৈরি করা হয়েছে। সর্বশেষ এল-সি-এ-সি-টি ২০০১ সালে মার্কিন নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এল-সি-এসি প্রথমবারের মতো ১৯৮৭ সালে উভচর জাহাজ ইউ-এস-এস জার্মান-টাউন (এল-এস-ডি ৪২)-তে মোতায়েন করা হয়। এল-এইচ-এ, এল-এইচ-ডি, এল-এস-ডি ও এল-পিডিসহ সব উভচর জাহাজে এলসিএসি রয়েছে এবং এসব জাহাজ থেকেই এলসিএসি পরিচালনা করা হয়ে থাকে। একটি এলসিএসিতে পাঁচজন ক্রু থাকে। অস্ত্র ও যন্ত্রপাতি পরিবহন ছাড়াও সৈন্যদের উপকূলে পৌঁছে দেওয়া, সরিয়ে নেওয়া, মাইন কাউন্টার-মেজার অপারেশনের মতো বিভিন্ন কাজে ব্যবহার হয় এলসিএসি।

সার্ভিস লাইফ এক্সটেনশন প্রোগ্রামের আওতায় বর্তমান এল-সি-এ-সি-গুলোর সময়কাল আরও ১০ বছর বাড়ানোর কাজ চলছে, যাতে এ ধরনের বহুমাত্রিক ক্রাফটকে আরও ব্যবহার করা যায়। এদিকে ২০১২ সালে টেক্স-ট্রনকে নতুন একটি কাজের চুক্তি দেয় মার্কিন সরকার। ওই চুক্তির আওতায় নতুন শিপ টু শোর কানেকটর (এস-এস-সি) ক্রাফট তৈরি করতে বলা হয়, যেন সেগুলো সময় ফুরিয়ে যাওয়া এল-সি-এ-সি-গুলোর জায়গায় প্রতিস্থাপন করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে নিয়োগ, আবেদনের বয়স ৪৫

বদলি হবেন রাজউকের কর্মকর্তা-কর্মচারীরাও 

সাড়ে ৭ শতাংশ জমির জন্য গৃহবধূকে হত্যা

রাইসিকে বহনকারী সেই হেলিকপ্টারের ছবি-ভিডিও প্রকাশ্যে

রাইসির মরদেহ উদ্ধার, পাঠানো হচ্ছে তাবরিজে

লিচু চাষে বিপর্যয়, হতাশায় বাগান মালিকরা

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

রাইসিকে কেন ভয় পেতেন ইসরায়েলের নেতারা

রাইসির মৃত্যুর পর ইরানের পাশে ভারত

১০

রাইসির মৃত্যুতে বদলে যাবে মধ্যপ্রাচ্যের রাজনীতি?

১১

রাইসির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচার হলো কোরআনের তিন আয়াত 

১২

রাইসিকে কি হত্যা করা হয়েছে?

১৩

ড্রোন ফুটেজে উঠে এলো রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য

১৪

রাইসির মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের আবেগঘন স্ট্যাটাস

১৫

ইব্রাহিম রাইসি নিহত, জরুরি বৈঠকে ইরান

১৬

বিএনপির ৩ নেতা বহিষ্কার

১৭

রাইসির জন্য প্রার্থনায় বসেছিল গোটা দেশ

১৮

মেঠোপথে মুগ্ধতা ছড়াচ্ছে বুনো ফুল ‘পটপটি’

১৯

ব্রাজিলের কোপার স্কোয়াডে নতুন চার মুখ

২০
X