কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের হুংকার, ইসলামাবাদে দুই মাসব্যাপী ১৪৪ ধারা জারি

পিটিআইয়ের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত
পিটিআইয়ের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত

বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এ হুংকারের ফলে রাজধানী ইসলামাবাদে দুই মাসব্যাপী ১৪৪ ধারা জারি করেছে সরকার।

সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর ভাগ্য নির্ধারণে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। তার এ বিক্ষোভের এক সপ্তাহেরও কম সময় আগে রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা হলে সেখানে চার বা তার চেয়ে বেশি লোকের সমাগম সীমিত করা হয়। ইসলামাবাদে ১৪৪ ধারা জারির ফলে এ সময়ে চারজন বা তার অধিক লোক একসঙ্গে হতে পারবেন না।

পুলিশ জানিয়েছে, এর আগে গত সপ্তাহে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে থেকে পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের সতর্কতা জারি করে ছেড়ে দেওয়া হয়।

এদিকে আগামী ২৪ নভেম্বর দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেন তিনি।

ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজের এক শ্রেণির লোক বেআইনি সমাবেশের আয়োজন করতে চলেছে। যার ফলে জনগণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ডনের কাছে আসা এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজধানীতে পাঁচ বা ততোধিক লোকের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। কেননা এ সমাবেশ জনসাধারণের শান্তি ও শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনসাধারণের জন্য বিরক্তি বা আঘাতের কারণ হতে পারে ও মানুষের জীবন এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। এছাড়া এর ফলে জনসাধারণের সম্পত্তির জন্য হুমকি ও জেলার রাজস্ব/আঞ্চলিক সীমার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গাসহ সহিংসতা দেখা দিতে পারে।

এর আগে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ নভেম্বর বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। এ বিক্ষোভকে সামনে রেখে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি। বলা হচ্ছে, পিটিআইয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ সমাবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে, আগামী ২৪ নভেম্বরের এ বিক্ষোভ দলের সদস্যদের ভাগ্য নির্ধারণ করবে। ইমরান খানের বরাতে বলা হয়েছে, এ দিন হবে ভাগ্য নির্ধারণের দিন। দলে কে কে থাকবে আর কে কে থাকবে না তা এদিন নির্ধারণ হবে।

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, নেতাকর্মীদের বড় বড় রাস্তা দখল করে বিক্ষোভে অংশ নিতে বলা হয়েছে। এ ছাড়া ভিডিও ধারণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনে আগত নেতাকর্মীদের ভিডিওতে দেখাতে বলা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন।

বুশরা বিবি বলেন, যারা এ বিক্ষোভে অংশ নেবে না তাদের সঙ্গে পিটিআইয়ের কোনো সম্পর্ক থাকবে না। ইমরান খানের কথাকে উদ্ধৃত করে তিনি সংবিধান, আইনের শাসন এবং সংসদের ক্ষমতা রক্ষায় নেতাকর্মীদের এ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন, বিস্ফোরক মন্তব্য নুরের 

আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে লড়াই শুরু আজ

ব্রাহ্মণবাড়িয়ায় মরুর ফল চাষে সাফল্য

সালমানের ফার্ম হাউস নিয়ে যা বললেন রাঘব

ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি

বদলে গেল আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু

ভাত-ভর্তা প্রিয় বাঙালিদের জন্য ১১ পদের রেসিপি

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

অ্যান্টিভেনম দিয়েও শেষ রক্ষা হয়নি সোহেলের

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিল বিসিবি

১০

কমলালেবু কাণ্ডে বিতর্কে অক্ষয়

১১

৮ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

১৩

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

১৪

হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

১৫

দিল্লি বিমানবন্দরে অবতরণে বাধা, ঘুরিয়ে দেওয়া হলো ১৫ ফ্লাইট

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৭

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১৮

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ল বিমান, পাইলটও নিহত

১৯

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

২০
X