কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কাল আরেক অভ্যুত্থান হবে?

কারাগার থেকে দেশবাসীর উদ্দেশে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ইমরান খান। ছবি : সংগৃহীত
কারাগার থেকে দেশবাসীর উদ্দেশে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান পাকিস্তানিদের জন্য এক শক্তিশালী প্রতীকের নাম। তার কারাবন্দির খবরে দেশে তাণ্ডব শুরু হলেও, এবারও তিনি কারাগার থেকে দেশবাসীর উদ্দেশে এক চূড়ান্ত বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) রাজধানী ইসলামাবাদে ইমরান খান স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। খবর ডন।

চূড়ান্ত এই ডাকে পিটিআই সমর্থকরা এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন। অপরদিকে দেশজুড়ে এ বিক্ষোভ সমাবেশ দমনের জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে। এরকম টান টান উত্তেজনায় দেশটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এদিকে পাকিস্তান সরকার বিক্ষোভ দমন করতে ১৪৪ ধারা জারি করেছে এবং কোনো ধরনের সমাবেশ অনুমোদন না দেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে, ইমরান খানের সমর্থকরা প্রতিজ্ঞা করেছেন, তারা যে কোনো মূল্যে এই চূড়ান্ত বিক্ষোভ সমাবেশ সফল করবেন। তাদের বিশ্বাস, কোনো বাধাই তাদের থামাতে পারবে না।

উল্লেখ্য, পিটিআইয়ের শীর্ষ নেতাদের বেশিরভাগই বর্তমানে কারাগারে বন্দি, তাই বিক্ষোভের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তবে সংবাদমাধ্যম ডন সূত্রে জানা যায়, সমাবেশে পিটিআই কোন একক নেতা নিয়ে আসবে না। নেতাকর্মী এবং সমর্থকরা নিজ উদ্যোগে বিক্ষোভ করবেন। তবে, যদি কোনো বাধার সম্মুখীন হন, তাহলে তারা প্রতিক্রিয়া জানাতে পিছপা হবেন না।

দেশটির গুরুত্বপূর্ণ পাঞ্জাব রাজ্য সরকার বড় ধরনের সহিংসতার আশঙ্কায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে এবং ১০ হাজার ৭০০ পুলিশ সদস্যকে প্রস্তুত রেখেছে। রাজধানী ইসলামাবাদ যাওয়ার বিভিন্ন সড়ক ব্লক করে রাখা হয়েছে।

এর আগে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভিডিও বার্তায় পিটিআই সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২৪ নভেম্বরের বিক্ষোভ কোনোভাবেই পরিবর্তন করা হবে না, কারণ এটিই চূড়ান্ত ডাক। বুশরা বিবির এই শক্তিশালী বক্তব্য পাকিস্তানে দলটির সমর্থকদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।

বিক্ষোভ সমাবেশ নিয়ে বুশরা বিবির আহ্বানকে নিরাপত্তা বিশ্লেষকরা বিপজ্জনক হিসেবে দেখছেন এবং সতর্ক করেছেন, ২৪ নভেম্বরের বিক্ষোভ যদি সহিংসতায় রূপ নেয়, তবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে।

এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে ২৪ নভেম্বর কি আবারও এক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হবে? নিরাপত্তা বিশ্লেষকরা এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। পাকিস্তানের রাজনীতি এখনও অস্থিতিশীল, এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, জানা গেল পরিচয়

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ

গ্রামীণ ব্যাংকের ফটকে ৩টি ককটেল, দুই নারীকে ‘সন্দেহ’

আরও ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে ডিএনসিসির নির্দেশ

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

মৃত্যুর আগে ১১ জনকে দায়ী করে বিএনপি নেতার ভিডিও বার্তা

মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা

১০

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর

১১

কারাবন্দি সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

১২

মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা

১৩

সীতাকুণ্ডে মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা

১৪

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

১৫

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৬

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

১৭

নির্বাচন কবে, জার্মানির রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

১৯

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

২০
X