শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু

গত ১৮ মাসে প্রায় ৮ লাখ ৭৮ হাজার ৯৭২ আফগান নাগরিক পাকিস্তান ছেড়ে নিজ দেশে চলে গেছে। ছবি : সংগৃহীত
গত ১৮ মাসে প্রায় ৮ লাখ ৭৮ হাজার ৯৭২ আফগান নাগরিক পাকিস্তান ছেড়ে নিজ দেশে চলে গেছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে অবৈধভাবে বসবাসকারী আফগান শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সময়সীমা সোমবার (৩১ মার্চ) শেষ হয়ে গেছে। যার পর থেকে মঙ্গলবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে বিতাড়ন প্রক্রিয়া। পাকিস্তানি কর্তৃপক্ষ ধারণা করছে, প্রায় ৩০ লাখ আফগান শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

খাইবার পাখতুনখোয়া বিভাগের স্বরাষ্ট্র বিভাগের সূত্র অনুযায়ী, ১ এপ্রিল থেকে আফগান শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানো শুরু হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ৩১ মার্চ পর্যন্ত শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবর্তনের সময়সীমা নির্ধারণ করেছিল। খবর জিও নিউজ।

তালেবান সরকারের অনুরোধ সত্ত্বেও, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রশাসন গত সপ্তাহে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। সে সঙ্গে খাইবার পাখতুনখোয়ায় বসবাসরত আফগান শিক্ষার্থীদের তথ্য চেয়ে প্রাদেশিক সরকারকে নোটিশও পাঠানো হয়।

প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের আফগান যুদ্ধকালে লাখ লাখ আফগান শরণার্থী প্রতিবেশী দেশ পাকিস্তানে আশ্রয় নেয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর, আরও কয়েক লাখ আফগান পাকিস্তানে প্রবেশ করেন।

বিশেষ করে ২০২১ সালে ন্যাটো সমর্থিত আফগান সরকারের পতনকালে এক লাখ ২০ হাজার আফগান শরণার্থী পাকিস্তানে নিয়ে আসে যৌথবাহিনী। যদিও পশ্চিমা দেশগুলো তাদের দ্রুত অভিবাসন নিশ্চিত করার আশ্বাস দিয়েছিল, তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং এসব শরণার্থী পাকিস্তানেই রয়ে গেছে।

পাকিস্তানের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড থেকে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে, যার ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে। পাকিস্তান সরকার এই পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আফগান শরণার্থীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়।

২০২৩ সালের অক্টোবরে শেহবাজ শরিফ প্রশাসন আফগান শরণার্থীদের দেশে ফেরানোর অভিযানে নামলে, মানবাধিকার গোষ্ঠী, তালেবান সরকার ও জাতিসংঘ থেকে তীব্র সমালোচনা এলেও পাকিস্তান তা অব্যাহত রাখে।

এদিকে গত ১৮ মাসে প্রায় ৮ লাখ ৭৮ হাজার ৯৭২ আফগান নাগরিক পাকিস্তান ছেড়ে চলে গেছে। অপরদিকে পাকিস্তান দাবি করছে, দেশটিতে এখনো ২১ লাখ আফগান শরণার্থী রয়েছে, যাদের মধ্যে ১৩ লাখ ৪৪ হাজার ৫৮৪ জনের কাছে আফগান নাগরিক হিসেবে প্রমাণপত্র রয়েছে, আর ৮ লাখ ৭ হাজার ৪০২ জনের কাছে আফগান নাগরিক কার্ড (এসিসি) রয়েছে।

এ বিষয়ে আফগান তালেবান সরকার জানিয়েছে, তারা চায় শরণার্থীরা মর্যাদার সঙ্গে দেশে ফিরে আসুক। আফগানিস্তানের শরণার্থী মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মুত্তালিব হাক্কানি অভিযোগ করেছেন, পাকিস্তান জাতিসংঘের শরণার্থী সংস্থা বা তালেবান সরকারকে অবহিত না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, একতরফাভাবে শরণার্থীদের বিতাড়িত করা পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করবে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়া ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো উচিত যাতে তারা মর্যাদার সঙ্গে দেশে ফিরতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১০

জামায়াতের প্রার্থীকে শোকজ

১১

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১২

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৩

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৪

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৫

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৬

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৭

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৮

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৯

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

২০
X