কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশ অভিযানে চীনের সঙ্গে পাকিস্তান

বেইজিংয়ের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম বিদেশি দেশ পাকিস্তান। ছবি : সংগৃহীত
বেইজিংয়ের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম বিদেশি দেশ পাকিস্তান। ছবি : সংগৃহীত

চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম বিদেশি দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে পাকিস্তান।

স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। খবর ডন।

শাফাত আলী জানান, পাকিস্তান চীনে প্রশিক্ষণের জন্য দুটি যোগ্যতার ভিত্তিতে দুজন মহাকাশচারী পাঠাবে। তিনি এটিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বেইজিংয়ের মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম বিদেশি দেশ হিসেবে পাকিস্তান নির্বাচিত হয়েছে।

এছাড়া, তিনি জানান যে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তান চীনের সঙ্গে একটি চুক্তি সই করেছে, যার আওতায় পিএইচডিধারী, অভিজ্ঞ পাইলট এবং শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের বাছাই করা হবে। চুক্তি অনুযায়ী, এই প্রশিক্ষণ কর্মসূচিতে পাকিস্তান থেকে নির্বাচিত মহাকাশচারীরা অংশগ্রহণ করবেন।

শাফাত আলী আরও বলেন, চীন মহাকাশচারী প্রশিক্ষণ শুরুতে শুধু তার নাগরিকদের জন্য সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু এখন এই সুযোগটি পাকিস্তানের জন্যও উন্মুক্ত হয়েছে, যা দুই দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বের দৃঢ় বন্ধন তৈরি করেছে।

তিনি পাকিস্তানি নাগরিকদের জন্য মহাকাশচারী প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, প্রার্থীদের একাডেমিক সাফল্য, দক্ষতা এবং শারীরিক মানের ভিত্তিতে বাছাই করা হচ্ছে।

সুপারকো পরিচালক জানান, মহাকাশচারী নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে এবং ২০২৬ সালের মধ্যে এটি শেষ হবে। তিনি বলেন, এই মিশনটি বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে যেমন জৈবিক ও চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ, ফলিত পদার্থবিদ্যা, তরল মেকানিক্স, স্পেস রেডিয়েশন, ইকোলজি, উপাদান বিজ্ঞান, মাইক্রোগ্রাভিটি স্টাডিজ এবং জ্যোতির্বিদ্যায় অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে।

এদিকে, শাফাত আলী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং চীন সরকারকে এই অসাধারণ সুযোগটি পাকিস্তানের জন্য উন্মুক্ত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পাকিস্তান এখন মহাকাশ অনুসন্ধানে একটি বড় ধাপ এগিয়ে যাচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে পাকিস্তান এবং চীনের মধ্যে মহাকাশ গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে আরও গভীর সম্পর্ক স্থাপন হবে, যা ভবিষ্যতে উভয় দেশের জন্য বিভিন্ন দিক থেকে নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

১১

পার্লামেন্টে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করল ইইউ

১২

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

১৩

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

১৪

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

১৫

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

১৬

বিএনপির প্রার্থীকে শোকজ

১৭

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

১৮

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

২০
X