কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পূর্ব ও দক্ষিণ এশিয়ায় সম্প্রতি একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে, যা পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর এই অঞ্চলে যে ভূমিকম্পগুলো ঘটছে, সেগুলোকে অনেকেই বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে দেখছেন।

ঠিক এমন এক প্রেক্ষাপটে এবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান।

শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে পাকিস্তানের একাধিক শহরে অনুভূত হয় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প। খবর জিও নিউজ।

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন দেশের রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরা ও আরও অনেক ছোট-বড় শহর এবং গ্রামে অনুভূত হয়েছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ইসলামাবাদের সেক্টর ১১ এলাকার এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমরা হঠাৎই অনুভব করলাম ভবনটি দুলছে। দ্রুত বাইরে বেরিয়ে আসি। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভেতরে যাই।

তবে এখন পর্যন্ত দেশজুড়ে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যা কিছুটা হলেও স্বস্তির খবর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটগুলোর অবস্থানগত কারণে পাকিস্তান প্রাকৃতিক দুর্যোগের উচ্চঝুঁকির একটি এলাকায় অবস্থিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় মাঝেমধ্যেই ভূমিকম্পের ঝুঁকিতে পড়ে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

বর্তমান ভূমিকম্পটি তুলনামূলকভাবে ছোট হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় কোনো ভূমিকম্পের পূর্বসংকেত হতে পারে। তাই জনগণকে সতর্ক থাকতে এবং জরুরি প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে জনগণের সঙ্গে যোগাযোগ রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

‘ধর্ম অবমাননা’ : সেই অপূর্ব পালকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১০

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

১২

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১৩

১৩ সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম

১৪

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

১৫

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১৬

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

১৭

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

১৮

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর পাশে পারভেজ মল্লিক

১৯

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দাবি ইউট্যাবের

২০
X