কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পূর্ব ও দক্ষিণ এশিয়ায় সম্প্রতি একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে, যা পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর এই অঞ্চলে যে ভূমিকম্পগুলো ঘটছে, সেগুলোকে অনেকেই বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে দেখছেন।

ঠিক এমন এক প্রেক্ষাপটে এবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান।

শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে পাকিস্তানের একাধিক শহরে অনুভূত হয় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প। খবর জিও নিউজ।

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন দেশের রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরা ও আরও অনেক ছোট-বড় শহর এবং গ্রামে অনুভূত হয়েছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ইসলামাবাদের সেক্টর ১১ এলাকার এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমরা হঠাৎই অনুভব করলাম ভবনটি দুলছে। দ্রুত বাইরে বেরিয়ে আসি। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভেতরে যাই।

তবে এখন পর্যন্ত দেশজুড়ে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, যা কিছুটা হলেও স্বস্তির খবর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটগুলোর অবস্থানগত কারণে পাকিস্তান প্রাকৃতিক দুর্যোগের উচ্চঝুঁকির একটি এলাকায় অবস্থিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় মাঝেমধ্যেই ভূমিকম্পের ঝুঁকিতে পড়ে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

বর্তমান ভূমিকম্পটি তুলনামূলকভাবে ছোট হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় কোনো ভূমিকম্পের পূর্বসংকেত হতে পারে। তাই জনগণকে সতর্ক থাকতে এবং জরুরি প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে জনগণের সঙ্গে যোগাযোগ রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

দেবের প্রশংসায় ইধিকা

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

১০

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১১

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১২

জ্বালানি তেলের দাম কমবে কবে

১৩

ভুল করে বাসের ভাড়া না দিলে কী করবেন? যা বলছেন আলেমরা

১৪

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

১৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার্ : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৭

ভিসা ইস্যু করা নিয়ে যে তথ্য জানাল যুক্তরাষ্ট্র

১৮

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

১৯

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

২০
X