কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতির পিতা উপাধি ইতিহাস নয়, ফ্যাসিবাদী হাতিয়ার’

শেখ মুজিবুর রহমান ও এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
শেখ মুজিবুর রহমান ও এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, তবে স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগের কথা আমরা স্বীকার করি, তবে তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির বিষয়টি ভুলে যাওয়া চলবে না। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত্তি স্থাপন করা হয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূলে রয়েছে মুজিব উপাসনা এবং মুক্তিযুদ্ধ উপাসনা, যা জনগণের ওপর অত্যাচার, জাতিকে লুণ্ঠন এবং নাগরিকদের প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে বিভক্ত করার জন্য ব্যবহৃত একটি রাজনৈতিক মূর্তিপূজা। এটি গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারিত্বের চেয়ে কম কিছু ছিল না। তবুও মুক্তিযুদ্ধ ছিল সকল মানুষের সংগ্রাম।’

তিনি উল্লেখ করেন, কয়েক দশক ধরে, আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি হিসেবে বিবেচনা করে আসছে, জবাবদিহিতা ছাড়াই শাসন করছে এবং দুর্নীতি ও দমনের প্রতিটি কাজকে ন্যায্যতা দেওয়ার জন্য শেখ মুজিবের নাম ব্যবহার করছে।

এনসিপির আহ্বায়ক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এই জমিদারিত্বকে ভেঙে দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো আদর্শকে আর কখনও নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে দেওয়া হবে না। ‘জাতির পিতা’ উপাধি ইতিহাস নয়, এটি আওয়ামী লীগ কর্তৃক নির্মিত একটি ফ্যাসিবাদী হাতিয়ার যা ভিন্নমতকে দমন এবং রাষ্ট্রকে একচেটিয়া করার জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশ তার সকল নাগরিকের সমান, এবং কোনো একক ব্যক্তি এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না।

তিনি উল্লেখ করেন, শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের নামে মুজিববাদ একটি ফ্যাসিবাদী মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ ফ্যাসিবাদ এবং বিভাজনের একটি মতাদর্শ। এটি জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ এবং নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনের অর্থ বহন করে। এর অর্থ জাতির সম্পদ লুট করা এবং বিদেশে তা পাচার করা। এর অর্থ ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের জমি দখল। এর অর্থ বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা। ১৬ বছর ধরে, মুজিবকে রাজনৈতিকভাবে একটি অস্ত্র হিসেবে জীবিত রাখা হয়েছিল, যখন তার মূর্তির পেছনে অপহরণ, হত্যা, লুণ্ঠন এবং গণহত্যা বিকশিত হয়েছিল।

তিনি লিখেন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ। একে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ প্রয়োজন। আমাদের সংগ্রাম হলো একটি প্রজাতন্ত্র, সমান নাগরিকদের একটি সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো দল, কোনো রাজবংশ এবং কোনো নেতা জনগণের ওপরে দাঁড়াবে না। বাংলাদেশ কারও সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X