কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার তরুণী গ্রেপ্তার

ভারতীয় ভ্রমণ ব্লগার-জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী। ছবি : সংগৃহীত
ভারতীয় ভ্রমণ ব্লগার-জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মত হলেও ময়দানে যেন উত্তেজনার আগুন এখনো নিভেনি। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উসকে উঠছে জাতীয়তাবাদ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে চড়াও হচ্ছে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক তাপমাত্রা। এমন উত্তেজনাকর প্রেক্ষাপটেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন এক ভারতীয় ভ্রমণ ব্লগার-জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী। পাকিস্তানের সঙ্গে সংবেদনশীল সামরিক তথ্য ভাগাভাগির অভিযোগে শনিবার (১৭ মে) হরিয়ানার হিসার জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জ্যোতি ইউটিউবে ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি জনপ্রিয় ভ্রমণ চ্যানেল চালাতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য তাদের হাতে তুলে দেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অভিযুক্ত জ্যোতি নিজের দোষ স্বীকার করেছেন এবং পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়টি মেনে নিয়েছেন। তাকে পাঁচ দিনের জন্য পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে।

হিসার পুলিশের মুখপাত্র বিকাশ কুমার বলেন, জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিসার সিভিল লাইনস থানায় সাব-ইন্সপেক্টর সঞ্জয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়ে জ্যোতি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে পরিচিত হন।

পরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জ্যোতি পাকিস্তান সফরে গিয়ে আলী এহওয়ান নামের আরেক ব্যক্তির মাধ্যমে পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। অভিযোগ আছে, এই সময়েই তিনি ভারতের সামরিক ও ভূ-স্থানিক অবস্থান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে তুলে দেন।

এছাড়া, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্দেশ্যে নানা ধরনের প্রচারণায়ও তিনি অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে উত্তেজনার মধ্যে এটি তৃতীয় গ্রেপ্তার। এর আগে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও ছয়জনকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছে, যাদের মধ্যে আছেন এক ছাত্রী ও এক নিরাপত্তারক্ষী।

এদিকে ঘটনাটি ঘিরে ভারতের নিরাপত্তা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত জোরদার করেছে এবং জ্যোতির সঙ্গে জড়িত অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন

আর্জেন্টাইন গায়িকার প্রেমে ভালোই মজেছেন ইয়ামাল

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে : ড. ফরিদুজ্জামান

রাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়ন তুলেছেন ১৬ প্রার্থী

দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

৭ জেলায় নতুন পুলিশ সুপার

ডাকসু নির্বাচন / লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের 

ট্রাম্পের ভুল সমীকরণ, চীনের ফাঁদেই ধরা যুক্তরাষ্ট্র!

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

১০

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’, সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে

১১

সরকারি নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 

১২

প্রাণ ফিরছে সাদাপাথরে, বাড়ছে পর্যটকের ভিড়

১৩

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের

১৪

নির্বাচনে নয়, দায়িত্বে থাকতে চান বিসিবি সভাপতি বুলবুল

১৫

ভিকারুননিসা-হবিগঞ্জের ঘটনায় হেফাজতে ইসলামের ক্ষোভ প্রকাশ

১৬

সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতি, গ্রেপ্তার ৬

১৭

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

১৮

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

১৯

ইতিহাস আমাদের বিচার করবে : মুসলিম দেশগুলোর উদ্দেশে ইরান

২০
X