কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাকিস্তানজুড়ে তোলপাড়

সাংবাদিক খাওয়ার হুসাইন। ছবি : সংগৃহীত
সাংবাদিক খাওয়ার হুসাইন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এক তরুণ সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। নিহত সাংবাদিকের নাম খাওয়ার হুসাইন। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে সাঙ্গর শহরের হায়দরাবাদ রোডের একটি রেস্টুরেন্টের সামনে তার গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় গুলির চিহ্ন থাকায় তার মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ির ভেতরে চালকের আসনে হুসাইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাঙ্গর জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আবিদ বালোচ জানান, প্রমাণ সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত মৃত্যুর কারণ উদঘাটিত হবে।

মাত্র কয়েক বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত হুসাইন করাচিভিত্তিক শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজে কাজ করছিলেন। তার আকস্মিক মৃত্যু পাকিস্তানজুড়ে সাংবাদিক মহলসহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ঘটনার পর সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সাইয়দ মুরাদ আলি শাহ তাৎক্ষণিকভাবে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শককে (আইজি) এই মামলার জন্য সর্বোচ্চ দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুরাদ আলি শাহ স্পষ্ট করে বলেন, “সাংবাদিক খাওয়ার হুসাইনের অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে।”

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি গভীর শোক প্রকাশ করে হুসাইনকে একজন “নিষ্ঠাবান ও দায়িত্বশীল পেশাজীবী” হিসেবে বর্ণনা করেছেন। তিনি ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেন। একইভাবে সিন্দের গভর্নর কামরান তেসোরিও হুসাইনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে একে “সাংবাদিকতা ও সমাজের জন্য এক বড় ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেন এবং নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব আরোপ করেন।

সাংবাদিক সমাজেও এ ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছে। কারাচি প্রেস ক্লাবের সভাপতি ফাজিল জামিলি, সাধারণ সম্পাদক সোহেল আফজাল খানসহ নির্বাহী পরিষদ এক যৌথ বিবৃতিতে বলেন, এই মৃত্যু সংবাদ গোটা সাংবাদিক সমাজকে “গভীর শোক ও আঘাতের মধ্যে” ফেলেছে। তারা সিন্ধু সরকারকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানে সাংবাদিক নিরাপত্তা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা ফ্রিডম নেটওয়ার্ক–এর তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে শুধু সিন্ধু প্রদেশেই সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ১৮৪টি, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ জন সাংবাদিক।

মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের মতে, পাকিস্তানে রাষ্ট্রীয় সংস্থা ও প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীগুলোর চাপ, হুমকি ও হয়রানির শিকার হতে হয় সাংবাদিকদের নিয়মিতভাবেই। তবে সরকারি মহল সব সময় এ অভিযোগ অস্বীকার করে এসেছে।

সূত্র: আরব নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নির্বাহী আদেশে সই / কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র

আফগানদের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশায় জাকের

সৌম্যর জায়গায় দলে এলেন সাকিব

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে কি ৭০ গুণ উত্তম?

এআই চশমা আনল মেটা, ক্যামেরা-ডিসপ্লে কি নেই তাতে!

ট্রফি বিতর্কে এবার ভারতীয় গণমাধ্যমকে আক্রমণ নকভির

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে সতর্ক করল বিএনপি

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনদুপুরে টাকাভর্তি ব্যাগ ছিনতাই

গাজা অভিমুখী ফ্লোটিলায় উড়ছে বাংলাদেশের পতাকা

১০

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি : নজরুল ইসলাম আজাদ

১১

রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে বার্সা-পিএসজি, ফ্রিতে দেখবেন যেভাবে

১২

‘তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন’

১৩

কার মাধ্যমে ফেমাস হয়েছেন, জানালেন অনন্ত জলিল

১৪

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ১০ কেন্দ্রীয় নেতা

১৫

নিম্নচাপে পরিণত সাগরের লঘুচাপ, কোন সমুদ্রবন্দর থেকে কত দূরে

১৬

সিজারের কাঁচি দিয়ে ৪ জনকে জখম করলেন চিকিৎসক

১৭

চিয়া সিডের তেল মাথায় দিলে কী হয়? জানলে চমকে যাবেন

১৮

রবিনসনের শতকেও লাভ হলো না, মার্শ ঝড়ে অস্ট্রেলিয়ার জয়

১৯

৭০ বছরে বিয়ে করলেন বৃদ্ধ, ‘বাসর রাতে’ মৃত্যু

২০
X