এবার ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান কোনো আপস করবে না। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, পাকিস্তান জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কারো সাথে আপস করবে না। নিজেদের ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে তারা সব ধরনের পদক্ষেপ নেবে।
তিনি বলেন, পাকিস্তান ইরান ভ্রাতৃপ্রতীম দেশ। নিজেদের মধ্যকার সমস্যা আলোচনা ও পারস্পারিক পরামর্শের ভিত্তিতে সমাধান করবে।
প্রেসিডেন্ট বলেন, তার দেশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান রয়েছে। তারা অন্য সব জাতির কাছ থেকে একই ধরনের আচরণ আশা করে।
এর আগে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলা পাল্টা হামলা নিয়ে উত্তেজিত পাকিস্তান-ইরান সম্পর্ক। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে তিনি দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা। তাকে তেহরানে বৃহস্পতিবার সকালে হামলার বিষয়ে তলব করা হয়েছে।
এরও আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। এরই জেরে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়।
বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।
মন্তব্য করুন