কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানকে!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জনপ্রিয়তার কারণেই খেলার মাঠ থেকে পৌঁছেছিলেন। দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তবে অভিযোগ উঠেছে, এ নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের নিজ এলাকা মিয়ানওয়ালিতে রাজনৈতিক পোস্টারে তার ছবি নেই। এমনকি সেখানে উড়ছে না দলীয় কোনো পতাকাও। শনিবার (২৭ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থার কারণে নির্বাচনী প্রচারণা থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আনেককাংশে মুছে ফেলা হয়েছে।

ইমরান খানের জায়গায় তার পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাল আহসান খান। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি পেয়েছি। দলের কর্মীরাও হয়রানির সম্মুখীন হচ্ছে। আমি সারা জীবনেও এবারের মতো ভীতিকর নির্বাচন আগে দেখিনি।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ ছাড়া তার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। যদিও তার এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইসিপি ইমরান খানের দলের কয়েক ডজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। এমনকি ইমরানের অনুগত আহসান খানও অনেকটা আত্মগোপনে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এখনও পর্যন্ত তার আসনে নির্বাচনী সভা বা লিফলেট বিতরণ করতে দেখা যায়নি।

তিনি এএফপিকে বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আমি সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। এটা হতাশাজনক।

দেশটিতে নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। এরপরও সেখানকার ২৪ কোটি মানুষের মধ্যে এবারের নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইয়ের দলীয় প্রতীক ‘ব্যাটের’ ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে করে বড় ধাক্কা খায় দলটি। এর পরিবর্তে নির্বাচন কমিশন বোতল প্রতীক ব্যবহারের নির্দেশ দেয়। এ প্রতীক অ্যালকোহলের সঙ্গে জড়িত হওয়ায় সেটিকে অনেকে অবজ্ঞার চোখে দেখা হয়। অন্যদিকে লেখাপড়ায় পিছিয়ে থাকা দেশটির জন্য প্রতীকও বেশ গুরুত্বপূর্ণ।

ইমরান খানের পতনের সঙ্গে সঙ্গেই ফের উত্থান ঘটেছে নওয়াজ শরিফের। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছেন তিনি। দেশে ফিরে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

১০

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১১

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১২

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১৩

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১৪

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৫

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৬

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৭

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৮

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৯

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

২০
X