কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানকে!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জনপ্রিয়তার কারণেই খেলার মাঠ থেকে পৌঁছেছিলেন। দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তবে অভিযোগ উঠেছে, এ নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের নিজ এলাকা মিয়ানওয়ালিতে রাজনৈতিক পোস্টারে তার ছবি নেই। এমনকি সেখানে উড়ছে না দলীয় কোনো পতাকাও। শনিবার (২৭ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থার কারণে নির্বাচনী প্রচারণা থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আনেককাংশে মুছে ফেলা হয়েছে।

ইমরান খানের জায়গায় তার পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাল আহসান খান। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি পেয়েছি। দলের কর্মীরাও হয়রানির সম্মুখীন হচ্ছে। আমি সারা জীবনেও এবারের মতো ভীতিকর নির্বাচন আগে দেখিনি।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ ছাড়া তার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। যদিও তার এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইসিপি ইমরান খানের দলের কয়েক ডজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। এমনকি ইমরানের অনুগত আহসান খানও অনেকটা আত্মগোপনে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এখনও পর্যন্ত তার আসনে নির্বাচনী সভা বা লিফলেট বিতরণ করতে দেখা যায়নি।

তিনি এএফপিকে বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আমি সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। এটা হতাশাজনক।

দেশটিতে নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। এরপরও সেখানকার ২৪ কোটি মানুষের মধ্যে এবারের নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইয়ের দলীয় প্রতীক ‘ব্যাটের’ ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে করে বড় ধাক্কা খায় দলটি। এর পরিবর্তে নির্বাচন কমিশন বোতল প্রতীক ব্যবহারের নির্দেশ দেয়। এ প্রতীক অ্যালকোহলের সঙ্গে জড়িত হওয়ায় সেটিকে অনেকে অবজ্ঞার চোখে দেখা হয়। অন্যদিকে লেখাপড়ায় পিছিয়ে থাকা দেশটির জন্য প্রতীকও বেশ গুরুত্বপূর্ণ।

ইমরান খানের পতনের সঙ্গে সঙ্গেই ফের উত্থান ঘটেছে নওয়াজ শরিফের। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছেন তিনি। দেশে ফিরে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক: মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

গ্যাস সংকটে বেশি বিপাকে চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

চাঁদপুর-৪ / বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল 

১০

বিএনপির প্রার্থীকে শোকজ

১১

সময় বাঁচাতে সকালে রোজ পাউরুটি খাচ্ছেন, শরীরে যে প্রভাব পড়ছে

১২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আসিফ গ্রেপ্তার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না ২ তরুণের

১৫

১৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

ব্র্যাকে চাকরির সুযোগ

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

১৯

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

২০
X