কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানকে!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জনপ্রিয়তার কারণেই খেলার মাঠ থেকে পৌঁছেছিলেন। দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তবে অভিযোগ উঠেছে, এ নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের নিজ এলাকা মিয়ানওয়ালিতে রাজনৈতিক পোস্টারে তার ছবি নেই। এমনকি সেখানে উড়ছে না দলীয় কোনো পতাকাও। শনিবার (২৭ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থার কারণে নির্বাচনী প্রচারণা থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আনেককাংশে মুছে ফেলা হয়েছে।

ইমরান খানের জায়গায় তার পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাল আহসান খান। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি পেয়েছি। দলের কর্মীরাও হয়রানির সম্মুখীন হচ্ছে। আমি সারা জীবনেও এবারের মতো ভীতিকর নির্বাচন আগে দেখিনি।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ ছাড়া তার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। যদিও তার এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইসিপি ইমরান খানের দলের কয়েক ডজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। এমনকি ইমরানের অনুগত আহসান খানও অনেকটা আত্মগোপনে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এখনও পর্যন্ত তার আসনে নির্বাচনী সভা বা লিফলেট বিতরণ করতে দেখা যায়নি।

তিনি এএফপিকে বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আমি সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। এটা হতাশাজনক।

দেশটিতে নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। এরপরও সেখানকার ২৪ কোটি মানুষের মধ্যে এবারের নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইয়ের দলীয় প্রতীক ‘ব্যাটের’ ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে করে বড় ধাক্কা খায় দলটি। এর পরিবর্তে নির্বাচন কমিশন বোতল প্রতীক ব্যবহারের নির্দেশ দেয়। এ প্রতীক অ্যালকোহলের সঙ্গে জড়িত হওয়ায় সেটিকে অনেকে অবজ্ঞার চোখে দেখা হয়। অন্যদিকে লেখাপড়ায় পিছিয়ে থাকা দেশটির জন্য প্রতীকও বেশ গুরুত্বপূর্ণ।

ইমরান খানের পতনের সঙ্গে সঙ্গেই ফের উত্থান ঘটেছে নওয়াজ শরিফের। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছেন তিনি। দেশে ফিরে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১১

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১২

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১৩

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৪

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৫

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১৬

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

১৭

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

১৮

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

১৯

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

২০
X