কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা ফজলুর রহমানের কাছে যে বার্তা দিলেন ইমরান খান

ইমরান খান ও মাওলানা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
ইমরান খান ও মাওলানা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে একের পর এক দৃশ্যপট বদলাচ্ছে। এখনও চলছে ভাঙা গড়ার খেলা। দেশটিতের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঠেকাতে কৌশলের কোনো কমতি রাখা হয়নি। এরপরও নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েছেন তার সমর্থিত দলের প্রার্থীরা। ফলে সরকার গঠনেরও বার্তা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এসব নানা ঘটনার পরিক্রমায় পাকিস্তানের অন্যতম রাজনৈতিক দল জমিয়তে উলেমা-ই-ইসলামির (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের বার্তা দিয়েছেন ইমরান খান।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি প্রতিনিধি দল ইমরান খানের বার্তা নিয়ে মাওলানা ফজলুর রহমানের বাসায় গিয়েছেন। সেখানে গিয়ে ইমরান খানের বার্তা পৌঁছে দেন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রতিনিধি দলের মধ্যে পিটিআইয়ের অন্যতম নেতা আসাদ কায়সার, আমির দেগার, ফজল আহমেদ এবং ব্যারিস্টার সাইফ ছিলেন। এ ছাড়া দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খানের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যেতে পারেননি। দলটি নির্বাচনের দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মাওলানার সঙ্গে বৈঠক করেছেন।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৈঠকে প্রতিনিধি দল মাওলানা ফজলুর রহমানের কাছে ইমরান খানের বার্তা পৌঁছে দিয়েছেন। তারা মাওলানাকে ভোটে কারচুপির বিরুদ্ধে যৌথভাবে কাজ করতে আমন্ত্রণ জানান।

বৈঠকের পর মাওলানার দলের নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, জেইউআই-এফ পিটিআইয়ের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে। মাওলানা ফজলুর রহমান বর্তমান পরিস্থিতিতে বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দলের প্রধান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, জেইউআই-এফ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

এদিকে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার নির্দেশে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি করেছেন মাওলানা ফজলুর রহমান।

ইমরান খানকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু হয়েছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামের একটি জোটের মাধ্যমে। নওয়াজ শরিফের দল পিএমএল-এন, বিলাওয়াল ভুট্টোর দল পিপিসিহ বেশ কয়েকটি দল মিলে জোটটি গঠন করে। এ জোটের প্রধান ছিলেন মাওলানা ফজলুর রহমান।

মাওলানা ফজলুর রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে এ অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ছিলাম। কিন্তু অন্য দলগুলোর চাপাচাপির মুখে আমি না বললে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে রক্ষা করছি বলে তকমা লাগানো হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

১০

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

১১

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

১২

ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত

১৩

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

১৪

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

১৫

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

১৬

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

১৭

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

১৮

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

১৯

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

২০
X