কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েই সমালোচনার মুখে মরিয়াম নওয়াজ

মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত
মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়ম নওয়াজ। নির্বাচিত হয়ে তিনি পাকিস্তানের সাত দশকের মধ্যে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তবে ইতিহাস গড়লেও এরইমধ্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশের এক কর্মকর্তার মাথা থেকে ওড়না সরে যাওয়ায় তা নিজের হাতে ঠিক করে দেন। আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। প্রদেশের নিরাপত্তাবিষয়ক কার্যালয় পরিদর্শনে যান। সেখানে এক নারী কর্মকর্তা কম্পিউটারে কাজ করছিলেন। আর পাশে দাঁড়িয়ে দেখছিলেন নওয়াজ। একপর্যায়ে পুলিশ কর্মকর্তার মাথা থেকে ওড়না সরে গেলে নিজ হাতে তিনি সেটি তুলে ঠিক করে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর জনসংযোগ বিভাগ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে কর্মকর্তারা বিষয়টিকে ‘সহানুভূতি ও বোঝাপড়ার মুহূর্ত’ উল্লেখ করলেও এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান।

নেটিজেনদের একটি অংশ বিষয়টি নিয়ে মরিয়মকে বাহবা দিয়েছেন। অন্যদিকে আরেকটি অংশ সমালোচনা করেছেন। তাদের দাবি, পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন। তিনি তাকে অস্বস্তিতে পড়েন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে জরিপ চালিয়েছেন তারা। এতে ৩৩ শতাংশ কাজটি ঠিক বলে মতো দিয়েছেন। অন্যরা বিষয়টির সমালোচনা করেছেন। তাদের দাবি, মিরয়ম কাজটি ঠিক করেননি। তিনি বাস্তব আলোচনার চেয়ে ব্যক্তির পোশাককে বেশি গুরুত্ব দিয়েছেন।

কেউ কেউ বলেছেন, মরিয়ম ধর্মীয় উগ্রবাদিতা ও গোঁড়ামি থেকে এটি করেছেন তিনি। এতে করে আরও অনেকে নারীদের ওপর এমনভাবে নিজেদের ধর্মীয় গোঁড়ামি প্রয়োগে উৎসাহিত হবেন। আরেকজন বলেন, মরিয়মের কিছু করার দরকার ছিল না। ওড়না যেমন ছিল তেমন থাকুক। এটি ঠিক করে দেওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়।

বুধবার মরিয়মের দল পিএমএলএনের নেতা আজমা বোখারি এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ কর্মকর্তার কাজের সময় মাথার ওড়না পড়ে গিয়েছিল। মরিয়ম তাৎক্ষণিক মা বোনের মতো মমতার সাথে সেটি ঠিক করে দিয়েছেন। মনে হচ্ছে সন্তানতুল্য একজনের সঙ্গে তিনি এমনটি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১০

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১১

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১২

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৪

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৫

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৬

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৭

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৮

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১৯

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

২০
X