কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আরও কৌশলী হচ্ছেন ইমরান খান, পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

কৌশল বদলাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগের কৌশল বদলে নতুন করে কৌশলী হচ্ছেন তিনি। ফলে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে মোড়ের দেখা দিতে পারে। বুধবার (১২ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগে ইমরান খান সাফ জানিয়ে দিয়েছিলেন যে কোনো দাঁতবিহীন শাসকের সঙ্গে সংলাপ হবে না। তবে সেই অবস্থান থেকে সরে আসছেন তিনি। নতুন করে কৌশলী হয়ে সংলাপের পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি।

ডন জানিয়েছে, সংলাপের জন্য পথ বের করতে দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ইমরান খান। রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটনাতে তিনি এ নির্দেশনা দেন।

ইমরান খান বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে সংসদে সমস্যাগুলোর সমাধান করা উচিত। এজন্য পিটিআইকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাত করার পর পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইমরান খান সরকারের সঙ্গে আলোচনা জন্য পথ খোঁজার অনুমতি দিয়েছেন। এজন্য দলটি প্রাথমিকভাবে তার মিত্রদের আস্থায় নেবে।

গওহর আলী খান বলেন, কারাগারে সাক্ষাতে প্রতিনিধিদল ইমরান খানকে অনুরোধ করেন যেনো রাজনৈতিক দলগুলোকে আলোচনার অনুমতি দেওয়া হয়। কেননা চলমান পরিস্থিতিতে মতপার্থক্য বাড়ছে। বিষয়টি শোনার পর ইমরান খান তাতে সম্মতি দেন।

এর আগে জিও নিউজ জানায়, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার আগের কঠোর অবস্থান থেকে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দলের নেতৃত্বে যারা আছেন তাদের সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইমরান খান। অপরদিকে সংসদের ভেতরের আইনপ্রণেতারা ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

একদিন আগে সুপ্রিম কোর্টে শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান। সেখানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি। এরপরই পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের কাছ থেকে এসব সিদ্ধান্ত আসে।

শোনা যাচ্ছে, প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা পরামর্শ দিয়ে বলেন, পাকিস্তানের সমস্যা সমাধানে সাহায্যের জন্য ইমরান খানকে সংসদে যাওয়া উচিত। কারণ দেশকে রাজনীতির জটিল সমীকরণ থেকে বের করে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

জিও নিউজ জানায়, রাজনৈতিক উত্তেজনা কমিয়ে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সরকারকে সহায়তায় সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা। দলটি সিনেট এবং জাতীয় পরিষদের কমিটিসহ একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু  

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে : রিজভী

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই: ববি

১০

এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কাঁচামরিচ ২৪০

১১

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

১২

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

১৩

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

১৪

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

১৫

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

১৬

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

১৭

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

১৮

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি

১৯

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X