কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল যে দেশ

চলতি বছরের শুরুতে বলিভিয়ায় বিক্ষোভ। ছবি : এপি
চলতি বছরের শুরুতে বলিভিয়ায় বিক্ষোভ। ছবি : এপি

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এই ঘোষণা দেয় বলিভিয়া।

মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, গাজায় আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তেল আবিব। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

মূলত গাজার মানুষের ওপর ইসরায়েলের এ বর্বরোচিত আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল।

বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে, একের পর এক দেশ থেকে হামলা হচ্ছে ইসরায়েলে। যাতে রীতিমতো ঘুম হারাম হয়ে যাচ্ছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির। হিজবুল্লাহর পর ইয়েমেন থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কায় পড়েছে তেল আবিব।

হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের দক্ষিণ–পূর্বাঞ্চলে হামলা চালানোর দাবি করেন। তিনি বলেন, এটা ইসরায়েলে তাদের তৃতীয় দফার বিশেষ অভিযান ছিল। সামনে আরও হবে।

ইয়াহিয়া সারি আরও বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ বিশেষ অভিযান চলবে। আর, হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতার বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন, ইসরায়েলে হামলা চালানো এ ড্রোনগুলো ইয়েমেনের।

এর আগে মঙ্গলবার শত্রুপক্ষের আকাশযানের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ ইসরায়েলের এইলাত শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। পরে সেটিকে গুলি করে লোহিত সাগরে ভূপাতিত করে ইসরায়েলি সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

১০

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১১

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

১২

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

১৪

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

১৮

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১৯

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

২০
X