লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আগুন দ্রুতই অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ায় মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, দাবানলের আগুনে পুড়ে ৪০ জন মারা গেছেন। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। দাবানল যে ভয়াবহ আকার ধারণ করেছে তাতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের এই সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে। পরিস্থিতি আসলেই খুব গুরুতর।
চিলির মধ্যাঞ্চলে এই দাবানলের ঘটনা ঘটেছে। এই অঞ্চলের বিভিন্ন এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দেশটির মধ্যাঞ্চলে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। আগুন নেভাতে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন।
শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দাবানলে উপকূলীয় পর্যটন শহর ভিনা দেল মার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল সব ক্ষতিগ্রস্ত এলাকায় এখানো পৌঁছাতে পারেননি। মৃতের সংখ্যা বিবেচনায় চিলির ইতিহাসে গত ১০ বছরের এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, সারা দেশে ৯২টি সক্রিয় দাবানল রয়েছে। এসব দানানলের আগুন দেশের ৪৩ হাজারের বেশি হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে।
গরম কালে চিলিতে দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়। গত বছরও ৪ লাখ হেক্টর এলাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়লে ২৭ জনের মৃত্যু হয়। তবে গত বছরের তুলনায় এই বছর আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা। তিনি বলেন, এবারের আগুন গত বছরের তুলনায় ছোট। তবে এবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মাত্র একদিনের ব্যবধানে ৩০ হাজর হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া ভয়াবহ এই দাবানলের কারণে গত শুক্রবার দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।
মন্তব্য করুন