কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১২ দেশের ৪০০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন পতাকার ওপর নিষেধাজ্ঞার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
মার্কিন পতাকার ওপর নিষেধাজ্ঞার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

এক ডজনের বেশি দেশের ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার চাপ এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন অর্থ ও পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ তালিকায় এক ডজনের বেশি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তৃতীয় দেশের নিষেধাজ্ঞা এড়ানোর বিরুদ্ধে এই পদক্ষেপটি এখন পর্যন্ত সবচেয়ে সমন্বিত ধাক্কা। এ নিষেধাজ্ঞার তালিকায় কয়েক ডজন চীনা, হংকং এবং ভারতীয় কোম্পানি রয়েছে। নিষেধাজ্ঞায় থাকাদের বেশিরভাগ এসব দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ ছাড়া রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ড এবং অন্যান্য দেশের কোম্পানি রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগ ২৭৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এবং পররাষ্ট্র দপ্তর ১২০টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া বাণিজ্য বিভাগ ৪০টি কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠানকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি তাদের কথিত সমর্থনের জন্য একটি বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্ররা রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে তার অবৈধ ও অনৈতিক যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রযুক্তির প্রবাহ বন্ধ করার জন্য বিশ্বজুড়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

চীনের ওয়াশিংটন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, বেইজিং অবৈধ এবং অযৌক্তিক একতরফা নিষেধাজ্ঞার দৃঢ়ভাবে বিরোধী। অন্যদিকে ওয়াশিংটনে রুশ ও ভারতীয় দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। এ ছাড়া তুরস্কের সরকারও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১০

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

১১

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

১২

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

১৩

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

১৪

সুখবর পেলেন মাসুদ

১৫

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

১৬

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

১৭

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

১৮

জন্মদিনে ছাত্রদল নেতা শাহরিয়ারের জবি স্টাফদের মাঝে কম্বল বিতরণ

১৯

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

২০
X