কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১২ দেশের ৪০০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন পতাকার ওপর নিষেধাজ্ঞার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
মার্কিন পতাকার ওপর নিষেধাজ্ঞার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

এক ডজনের বেশি দেশের ৪০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে নতুন পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার চাপ এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন অর্থ ও পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ তালিকায় এক ডজনের বেশি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তৃতীয় দেশের নিষেধাজ্ঞা এড়ানোর বিরুদ্ধে এই পদক্ষেপটি এখন পর্যন্ত সবচেয়ে সমন্বিত ধাক্কা। এ নিষেধাজ্ঞার তালিকায় কয়েক ডজন চীনা, হংকং এবং ভারতীয় কোম্পানি রয়েছে। নিষেধাজ্ঞায় থাকাদের বেশিরভাগ এসব দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ ছাড়া রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ড এবং অন্যান্য দেশের কোম্পানি রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগ ২৭৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এবং পররাষ্ট্র দপ্তর ১২০টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া বাণিজ্য বিভাগ ৪০টি কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠানকে রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি তাদের কথিত সমর্থনের জন্য একটি বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্ররা রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে তার অবৈধ ও অনৈতিক যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রযুক্তির প্রবাহ বন্ধ করার জন্য বিশ্বজুড়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

চীনের ওয়াশিংটন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, বেইজিং অবৈধ এবং অযৌক্তিক একতরফা নিষেধাজ্ঞার দৃঢ়ভাবে বিরোধী। অন্যদিকে ওয়াশিংটনে রুশ ও ভারতীয় দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। এ ছাড়া তুরস্কের সরকারও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X