কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১০:০২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইলেক্টোরাল ভোট নিয়ে মাইন ও নেব্রাস্কায় যে গণ্ডগোল

ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

সাধারণত ভোটারদের ব্যালটে যে ব্যক্তি সর্বোচ্চ ভোট অর্জন করেন তাকেই নির্ধারিত পদের জন্য বিজয়ী হিসেবে নির্ধারণ করা হয়। তবে যুক্তরাষ্ট্রে নাগরিকদের সর্বোচ্চ ভোট পেয়েও অনেকেই প্রেসিডেন্ট পদে হেরে যাওয়ার নজির রয়েছে। যার পেছনে রয়েছে ইলেক্টোরাল ভোটের দায়। আবার এই ইলেক্টোরাল ভোট নিয়েও রয়েছে নিয়মের গণ্ডগোল।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, বিভিন্ন অঙ্গরাজ্যে নির্ধারিত ইলেক্টররা যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। এ ক্ষেত্রে অবশ্য সাধারণ নাগরিকদের ভোটে বিজয়ী প্রার্থীকেই ভোট দিয়ে থাকেন ইলেক্টোরাল কলেজের নির্বাচকরা।

তবে ব্যতিক্রম কেবল দুটি অঙ্গরাজ্য- মাইন ও নেব্রেস্কা। পপুলার ভোটে বিজয়ী হলেই এই দুই অঙ্গরাজ্যে সবগুলো ইলেক্টোরাল ভোট পান না সব প্রার্থী। চলুন জেনে নেয়া যাক কোন অঙ্গরাজ্যে কতটি ইলেক্টোরাল ভোট রয়েছে আর মাইন ও নেব্রেস্কার নিয়ম কেন সবার চেয়ে আলাদা।

সাধারণত কংগ্রেসে প্রতিটি রাজ্যের যতজন রিপ্রেজেন্টেটিভ থাকেন তাদের প্রত্যেকের জন্য একটি ইলেক্টোরাল ভোট ও সিনেটে প্রতি রাজ্যের দুই জন সিনেটরের জন্য আরও দুইটি ইলেক্টোরাল ভোট নির্ধারিত থাকে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেক্টোরাল ভোট রয়েছে ৫৩৫টি এবং রাজধানী ডিস্ট্রিক অব কলম্বিয়া বা ওয়াশিংটন ডিসির নির্ধারিত ৩টি ইলেক্টোরাল ভোট নিয়ে সর্বমোট রয়েছে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ।

ইলেক্টোরাল ভোটের সংখ্যা নির্ভর করে সেই রাজ্যের জনসংখ্যার অনুপাতে। আসুন দেখে নেই মার্কিন অঙ্গরাজ্যগুলোর কোনটিকে কত ইলেক্টোরাল কলেজ রয়েছে।

এর মধ্যে মাইন ও নেব্রেস্কা বাদে অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে বিজয়ী প্রার্থীরা নির্ধারিত ইলেক্টোরাল কলেজের সবগুলোই পেয়ে থাকেন। তবে মাইন ও নেব্রেস্কাতে নির্ধারিত ইলেক্টোরাল কলেজের দুটি ভোট পপুলার ভোটে বিজয়ী প্রার্থী পেয়ে থাকেন, বাকি ভোটগুলো রাজ্যটিতে থাকা প্রতিটি কংগ্রেসনাল ডিস্ট্রিকে বিজয়ী প্রার্থী পেয়ে থাকেন।

মাইন অঙ্গরাজ্যে কংগ্রেসনাল ডিস্ট্রিক রয়েছে দুইটি ফলে রাজ্যটির নির্ধারিত ৪টি ইলেক্টোরাল ভোটের দুটি পপুলার ভোটে বিজয়ী প্রার্থী পেলেও বাকি দুইটি দুই ডিস্ট্রিকে বিজয়ী প্রার্থীরা পাবেন। এক্ষেত্রে পপুলার ভোটে বিজয়ী প্রার্থী দুই ডিস্ট্রিকের একটিতে জয়ী হলে তিনি মোট ইলেক্টোরাল ভোট পাবেন ৩টি, বাকি একটি অপর ডিস্ট্রিকে বিজয়ী প্রার্থীর ঝুলিতে যাবে। যদি তিনি দুই ডিস্ট্রিকেই বিজয়ী হন তবে সবগুলো ভোট তার ঝুলিতে যাবে।

একই ধরনের নিয়ম নেব্রেস্কাতেও। এই অঙ্গরাজ্যে কংগ্রেসনাল ডিস্ট্রিক রয়েছে ৩টি। ফলে ফলে রাজ্যটির নির্ধারিত ৫টি ইলেক্টোরাল ভোটের দুইটি পপুলার ভোটে বিজয়ী প্রার্থী পেলেও বাকি ৩টি তিন ডিস্ট্রিকে বিজয়ী প্রার্থীরা পাবেন। এক্ষেত্রে পপুলার ভোটে বিজয়ী প্রার্থী তিন ডিস্ট্রিকের একটিতে জয়ী হলে তিনি মোট ইলেক্টোরাল ভোট পাবেন ৩টি, দুইটিতে বিজয়ী হলে ভোট পাবেন ৪টি।

যদি তিনি ৩টি ডিস্ট্রিকেই বিজয়ী হন তবে সবগুলো ভোটই তিনি পাবেন। যে ডিস্ট্রিকে পপুলার ভোটে বিজয়ী প্রার্থী হেরে যাবেন সেখানকার ইলেক্টোরাল ভোট ডিস্ট্রিকের বিজয়ী প্রার্থী পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে টপকে গেলেন রোনালদো

নিয়োগ দিচ্ছে আড়ং

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু / পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১০

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

১১

সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ 

১২

রাশিয়ার সেনাবাহিনীতে ৪ লাখের বেশি স্বেচ্ছাসেবকের যোগদান, বেতন কত?

১৩

পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত

১৪

নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে প্রার্থীর কর্মী নিহত

১৫

পৃথিবীর বায়ুমণ্ডলের কণা ‘গিলে’ নিচ্ছে চাঁদ

১৬

জরুরি বৈঠকে জামায়াত

১৭

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

১৮

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে : নুরুদ্দিন অপু

১৯

পশ্চিম তীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত

২০
X