কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বাইবেলের স্পর্শ ছাড়াই শপথ নিলেন ট্রাম্প

শপথ গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প কেবল তার ডান হাত উঁচু করে শপথ পাঠ করেন, আর বাইবেল দুটি তার স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের হাতে ছিল। ছবি : সংগৃহীত
শপথ গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প কেবল তার ডান হাত উঁচু করে শপথ পাঠ করেন, আর বাইবেল দুটি তার স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের হাতে ছিল। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে শপথ গ্রহণ করেছেন। এই শপথ অনুষ্ঠানটি ছিল তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ। বিশেষ ঘটনা হলো, তার শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল রাখা হয়েছিল, তবে তিনি ঐতিহ্যগতভাবে বাইবেলের ওপর হাত না রেখে শপথ নিয়েছেন।

প্রসঙ্গত, শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল ব্যবহৃত হয়। এর মধ্যে একটি বাইবেল ছিল ১৮৬১ সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বাইবেল। আরেকটি বাইবেল ছিল ট্রাম্পের মায়ের দেওয়া।

সাধারণত, মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণের সময় বাইবেলের ওপর হাত রেখে শপথ নেন, কিন্তু এই শপথের সময় ট্রাম্প বাইবেলের ওপর হাত রাখেননি। শপথ গ্রহণের সময় তিনি কেবল তার ডান হাত উঁচু করে শপথ পাঠ করেন এবং বাইবেল দুটি তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাম্পের স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের হাতে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ২০১৭ সালে, প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প স্ত্রী ম্যালানিয়া ট্রাম্পের হাতে দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন।

ট্রাম্পের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সৃষ্টি করেছে। নেটিজেনরা ছবি শেয়ার করে এবং প্রশ্ন তুলছে, বাইবেলে হাত না রাখলে কি তার শপথ অবৈধ হয়ে যায়? অনেকেই এই প্রশ্ন করেছেন, বিশেষত যারা এই প্রথাকে গুরুত্বপূর্ণ মনে করেন। শপথ অনুষ্ঠান শেষে, এই বিষয়টি গুগলে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে।

এই বিষয়টি নিয়ে বার্তাসংস্থা রয়টার্সকে ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্সিয়াল স্কলার ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি। তিনি বলেন, মার্কিন সংবিধানে এমন কিছু উল্লেখ করা হয়নি যে প্রেসিডেন্টকে শপথের সময় বাইবেলে হাত রাখতে হবে। শপথ মূলত সংবিধানের ওপর নেওয়া হয়। বাইবেলে হাত না রাখলে শপথের কোনো অসামঞ্জস্যতা নেই।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা এমন ব্যবস্থা রেখেছেন যাতে ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রেসিডেন্টদের শপথ নেওয়ার সুযোগ থাকে, এমনকি যারা ধর্মীয় বিশ্বাসে নাস্তিক, তারাও শপথ নিতে পারেন।

রয়টার্স সংবাদ সংস্থার মাধ্যমে ট্রাম্পের মুখপাত্রদের কাছে এই বিষয়টি নিয়ে মন্তব্য চাওয়া হয়েছিল, তবে তারা কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেওয়ার সময় বাইবেলের ওপর হাত রাখার প্রথা দীর্ঘদিনের। এই প্রথা শুরু হয়েছিল ১৭৮৯ সালে, প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে। তখন থেকে পরবর্তী সব প্রেসিডেন্ট এই প্রথা অনুসরণ করে আসছেন। বাইবেলের ওপর হাত রেখে শপথ নেওয়ার সময় প্রেসিডেন্টের ডান হাত উপরে থাকে এবং বাঁ হাত থাকে বাইবেলের ওপর।

তবে কিছু প্রেসিডেন্ট এই প্রথা থেকে ব্যতিক্রম ছিলেন। যেমন, প্রেসিডেন্ট টমাস জেফারসন, ক্যালভিন কুলিজ, এবং থিওডর রুজভেল্ট বাইবেলের ওপর হাত রাখেননি। এ ছাড়া, প্রেসিডেন্ট জুন কুইন্সি এডামস বাইবেলের পরিবর্তে আইনের একটি বইয়ে হাত রেখে শপথ নিয়েছিলেন, যা তিনি বোঝাতে চেয়েছিলেন যে, তিনি আইন ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য অব্যাহত রাখবেন।

এই ঘটনাটি যে শুধু শপথ অনুষ্ঠানের একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করেছে, তা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় ঐতিহ্য নিয়ে নতুন প্রশ্নও তুলেছে। শপথের সময় বাইবেলের ওপর হাত রাখা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ, তবে সংবিধান অনুযায়ী, এই প্রথার কোনো বাধ্যবাধকতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১০

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১১

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১২

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৩

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৪

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৫

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৬

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৭

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৮

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৯

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

২০
X