ভয়ংকর ঘূর্ণিঝড় ‘হিলারি’ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় রোববার আঘাত হানবে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা হতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর সিএনএন।
ঘূর্ণিঝড়টিকে ‘হারিকেন হিলারি’ নাম দেওয়া হয়েছে। সাধারণত উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব-উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে ‘হারিকেন’ বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই ধরনের হারিকেন আঘাত হেনে থাকে।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হিলারি এখন এক নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। এটি ঘণ্টায় ১৮ মাইল বেগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের দিকে এগিয়ে আসছে। তবে ঘূর্ণিঝড়টি এখনো সান দিয়েগো থেকে ৫৫০ মাইল দূরে অবস্থান করছে।
সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের উপকূল ভাগে আঘাত হানার আগেই এর গতিবেগ কমে যাবে। তবে এটি দক্ষিণ-পশ্চিমে ভয়ংকর তাণ্ডব চালাতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া ঝড়ের প্রভাবে ৩ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এমনকি কোথাও কোথাও ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের কারণে অনেক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়তে পারেন। স্থানীয় সময় রোববার ও সোমবার ঘূর্ণিঝিড়টি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ে সাড়াদান ও উদ্ধার কার্যক্রম জোরদারে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।
শুধু দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নয়, মেক্সিকো উপকূলেও তাণ্ডব চালাচ্ছ হিলারি। এর প্রভাবে এরই মধ্যে মেক্সিকোয় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।
মন্তব্য করুন