কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি নাগরিককেও পাঠানো হতে পারে ভয়ংকর গুয়ানতানামো বেতে

গুয়ানতানামো বেতে আটক অভিবাসীদের রাখতে নির্মাণ করা হয়েছে তাবু। ছবি : রয়টার্স
গুয়ানতানামো বেতে আটক অভিবাসীদের রাখতে নির্মাণ করা হয়েছে তাবু। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর হাজারো অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার অবৈধ অভিবাসীদের জন্য আরও ভয়ানক শাস্তির ব্যবস্থা করতে যাচ্ছেন ট্রাম্প। সম্প্রতি আটককৃতদের পাঠানো হতে পারে কিউবার গুয়ানতানামো বেতে অবস্থিত কুখ্যাত বন্দিশিবিরে। এ তালিকায় আছেন বাংলাদেশি নাগরিকও।

সোমবার (৩ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কিছুসংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত না পাঠিয়ে শাস্তি দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের গুয়ানতানামো বের কারাগারে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত।

এ তালিকায় আছেন ভেনেজুয়েলা, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকেরা। বর্তমানে তারা টেক্সাস, অ্যারিজোনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। এসব নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। আটকের পর তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ জারি হয়। তবে দুর্ভাগ্য হলো- এসব বন্দিদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দায়ের করেছেন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) নামের এক মার্কিন মানবাধিকার সংগঠন। গত শনিবার করা ওই আবেদনে গুয়ানতানামো বে কারাগারে পাঠানোর শঙ্কায় থাকা ১০ জন অবৈধ অভিবাসীর কথা উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে দায়ের করা আবেদনে বলা হয়েছে, গুয়ানতানামো বেতে কঠিন পরিস্থিতি বিদ্যমান। সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রবল। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে। দ্রুত এ সিদ্ধান্তের প্রতিকার চান তারা।

এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, তারা সবচেয়ে খারাপের মধ্যেও সবচেয়ে খারাপ অভিবাসীকে গুয়ানতানামোতে পাঠাচ্ছেন। তবে তার বিভাগের তথ্য অনুসারে, প্রাথমিকভাবে বেতে পাঠানো ১৭৭ জন ভেনেজুয়েলানের প্রায় এক তৃতীয়াংশের নামে কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, অবৈধ অভিবাসী বিতাড়নের ঘোষণা আগে থেকেই ছিল। এখন এসিএলইউর আদালতে দ্বারস্থ হওয়া ভিত্তিহীন। এ বিষয়ে বিচার বিভাগের সঙ্গে আলোচনা করে সরকার পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন- এই হুংকার আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সেই অনুযায়ী ক্ষমতা গ্রহণের পর বড় ধরনের অভিযান শুরু করেছে তার প্রশাসন। ফেব্রুয়ারির শেষ দিকে আরও কঠোর হন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় বাবা-মা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, এমন লাখো অবৈধ অভিবাসী শিশুকে খুঁজে বের করতে অভিবাসন এজেন্টদের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক বিতাড়ন অভিযানের সম্প্রসারণ বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্মিলার ৮১তম জন্মদিনে যা বললেন ঋতুপর্ণা

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়

এনসিপি নেতাকে অপসারণ দাবিতে দলীয় নেতাদের পদত্যাগের হুঁশিয়ারি

সীমান্ত উত্তেজনা, কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর

‘বিগ বস ১৯’ জিতে কত টাকা পেলেন গৌরব!

মহানবীকে নিয়ে কটূক্তি, তিতুমীরের সেই শিক্ষার্থী রিমান্ডে

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নতুন সিদ্ধান্ত

মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে থানায় মামলা

সীমান্ত উত্তেজনার মধ্যে থাইল্যান্ডের বিমান হামলা

১০

৮ দিন ধরে নিখোঁজ হাফেজ সিফাত

১১

কবে বিয়ে করছেন কেয়া? জানালেন নিজেই

১২

ঢাকায় ৭ম আই-ইইই এসসিআই আন্তর্জাতিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

১৩

মানুষ জামায়াতে ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে নিয়েছে : ড. মোবারক

১৪

দুপুরে নামাজের নিষিদ্ধ সময় কি ঠিক ১২টা?

১৫

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

১৬

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...

১৭

কলাপাতায় মোড়ানো মরদেহ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

আমাকে একা রেখে চলে গেলে : হেমা

১৯

প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃতিক

২০
X