কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

অভিবাসীদের জন্য প্রস্তুত সামরিক বিমান। ছবি : সংগৃহীত
অভিবাসীদের জন্য প্রস্তুত সামরিক বিমান। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে আর সামরিক বিমান ব্যবহার করা হবে না।

বৃহস্পতিবার (০৬ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আগামী দিনগুলোতে কোনো ফ্লাইট নির্ধারিত নেই। সর্বশেষ সামরিক নির্বাসন ফ্লাইটটি গত ১ মার্চ পরিচালনা করা হয়েছে।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, এই বিরতি বাড়ানো বা স্থায়ী হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসনের বিষয়ে তাদের কঠোর অবস্থান প্রদর্শনের জন্য সামরিক বিমান ব্যবহার করেছিল। এজন্য সি-১৭ বিমান ব্যবহার করে প্রায় ৩০টি ফ্লাইট এবং প্রায় এক ডজন সি-১৩০ বিমান বিভিন্ন গন্তব্যে পরিচালনা করা হয়েছে। এগুলো ভারত, গুয়াতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাস, পানামা এবং গুয়ান্তানামো বেতে অভিবাসীদের ফেরত পাঠিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড নির্বাসন অপারেশনের চেয়ে সামরিক বিমান ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেশি ব্যয়বহুল। সংবাদপত্রের বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের নির্বাসন ফ্লাইটগুলোর প্রতিটির খরচ ৩ মিলিয়ন ডলার, যেখানে গুয়ান্তানামো বেতে মাত্র এক ডজন অভিবাসী বহনকারী কিছু ফ্লাইটের প্রতিটি অভিবাসীর জন্য কমপক্ষে ২০ হাজার ডলার খরচ হয়েছে।

ইউএস ট্রান্সপোর্টেশন কমান্ডের তথ্যানুসারে, একটি সি-১৭ বিমান পরিচালনা করতে প্রতি ঘণ্টায় ২৮ হাজার ৫০০ ডলার খরচ হয়, যা ভারী কার্গো এবং সৈন্য পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এ তুলনায় তুলনায় স্ট্যান্ডার্ড ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ফ্লাইটগুলোর খরচ প্রতি ঘণ্টায় হাজার ৫০০ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বিমানগুলো মেক্সিকোর আকাশসীমা ব্যবহার করতে না পারার কারণে অপারেশনগুলো আরও কঠিন হয়ে পড়েছে। এর ফলে মধ্য ও দক্ষিণ আমেরিকার ফ্লাইটগুলোতে কয়েক ঘণ্টা বেশি সময় লাগছে। এছাড়াও কিছু লাতিন আমেরিকান দেশ সামরিক ফ্লাইটগুলো অবতরণ করতে অস্বীকার করেছে। এর পরিবর্তে নির্বাসিতদের জন্য তাদের নিজস্ব বিমান বা বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩১ শতাংশ

বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

৩১ দফা একটি গতিশীল রাষ্ট্র গড়ার জন্য যথার্থ : লায়ন ফারুক

এইচএসসি পরীক্ষায় ফেল করলেন মারুফা

ফের ধারাবাহিকে স্বস্তিকা

এইচএসসি পরীক্ষা / ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী

ময়মনসিংহে পাসের হারে এগিয়ে মেয়েরা

জানা গেল সেই আনিসার ফল

৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

বগুড়ার ৫ আসনে বিএনপির যেসব প্রার্থী আলোচনায়

১০

চতুর্থ বর্ষে কালবেলা, আলেমদের শুভেচ্ছা-দোয়া

১১

বড় চমক রেখে সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল

১২

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

১৩

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 

১৪

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

১৫

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

১৬

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

১৭

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

১৮

অত্যন্ত চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে : রাবি প্রক্টর

১৯

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

২০
X